শিরোনাম
◈ পাকিস্তানকে নরক বলে বিতর্কের ঝড় তুললেন জাভেদ আখতার ◈ অভিনয়ের জন্য হয়রানি? নুসরাত ফারিয়ার গ্রেফতার নিয়ে প্রশ্ন ◈ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভিসি-প্রোভিসি নিয়োগে সার্চ কমিটি ◈ ভারতের নিষেধাজ্ঞায়  প্রথম দিনেই রফতানি কমেছে ৬০ শতাংস ◈ আরব আমিরাতের বিরু‌দ্ধে আ‌রো এক‌টি ম্যাচ বাড়‌লো ◈ ১০ হাজারেরও বেশি হয়রানিমূলক রাজনৈতিক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত ◈ আওয়ামী লীগের ডিএনএতেই গণতন্ত্র নেই: সালাহউদ্দিন আহমদ ◈ সর্বনিম্ন এডিপি বাস্তবায়নে রেকর্ড গড়ল ২০২৪-২৫ অর্থবছর ◈ এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের কলম বিরতি সাময়িক স্থগিত ◈ মেঘের গর্জনে মৃত্যুর ছায়া: দেড় মাসে ৪০ জনের মৃত্যু, এত বজ্রাঘাতের কারণ কী 

প্রকাশিত : ১৯ মে, ২০২৫, ০৬:১১ বিকাল
আপডেট : ১৯ মে, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজেকে যে কারণে আড়াল করতে চান পরীমণি

ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের সেনসেশন পরীমণি। শরিফুল রাজের সঙ্গে ডিভোর্সের পর দুই ছেলে-মেয়েকে নিয়েই এখন পরীমণির সংসার। বর্তমানে ‘সিঙ্গেল মাদার’ হিসেবে সন্তানদের বড় করে তুলছেন তিনি।

কিছুদিন পর পরই প্রেম, বিয়ে, বিচ্ছেদ তো বটেই—কখনো অনিয়ন্ত্রিত মেজাজ চালচলনের কারণেও সমালোচনায় আসেন এই নায়িকা। তবে পরীর ভক্তদের অনেকেই মনে করেন, পরীমণি কখনো নিজের মেজাজ হারালেও আদতে পরে সেসব তিনি উপলব্ধি করতে পারেন। পরীমণি নিজেও সেটি অনুধাবন করেছেন হয়তো! আর তাকে নিয়ে সমসাময়িক সকল বিতর্ক কিংবা ঝামেলা এখন বিরক্ত হয়ে দাঁড়িয়েছে নায়িকার জন্য। জানালেন, এ জন্য নিজেকে বদলে ফেলবেন তিনি।

শুক্রবার (১৬ মে) একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরীমণি। এ সময় গণমাধ্যমের মুখোমুখি হয়ে নানা কথা বলেন তিনি। 

নিজের মেজাজ হারানোর বিষয়ে পরীমণি বলেন, আর দশজন মানুষের মতো আমারও রাগ, দুঃখ, কষ্ট, অভিমান হয়। আমি সবকিছু নিতে পারি না। দুম করে রিঅ্যাক্ট করে ফেলি। সেই রিঅ্যাকশনটা মানুষ নিতে পারে না। মানুষ বলে নায়িকা মানুষ এটা করা যাবে না। এই বাউন্ডারির মধ্যে যখন পড়ে গেছি, তখন আমার মনে হয় জাস্ট অ্যাভয়েড করি।

নিজেকে আড়াল করতে যেয়েও পারেন না পরীমণি। এ নিয়ে আক্ষেপ করে নায়িকা বলেন, আমি যত চাই ঝামেলাগুলো এড়িয়ে নিজেকে আড়াল করে জীবনটা উপভোগ করব, ততই ঝামেলাগুলো আমার ওপর জেঁকে বসে। তাই বিশ্বাস করা শুরু করেছি, সমস্ত ঝামেলা নিয়েই আমাকে বাঁচতে হবে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়