শিরোনাম
◈ বেতন বৈষম্য কমাতে নতুন মহার্ঘভাতা পরিকল্পনায় সরকার ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়: স্বাধীনতার পর ৭৬ খুন, বিচার হয়নি ◈ বাংলাদেশ-জাপান বৈঠকে আসছে তিস্তা-মাতারবাড়ি-বে অব বেঙ্গল ও চীনের ভূমিকা ◈ কিনতে এসে অভিনব কায়দায় দোকান থেকে ‘১০০ ভরি স্বর্ণ’ নিয়ে পালালেন ৫ নারী (ভিডিও) ◈ জবি শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত কাকরাইল মোড় ছাড়বে না (ভিডিও) ◈ আমরা ১৯৭১ সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছি: পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ◈ এরশাদের বউ বিদিশার গাড়ি রং সাইডে, ভিডিও ভাইরাল! ◈ উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল নিক্ষেপ করলেন যে ব্যক্তি (ভিডিও) ◈ উপদেষ্টা মাহফুজের সঙ্গে যা হয়েছে, এর জন্য আপনাদের প্রতি ধিক্কার : সারজিস আলম ◈ উপদেষ্টা মাহফুজকে শারীরিকভাবে লাঞ্ছিত করা কোনোভাবেই প্রত্যাশিত নয়: হাসনাত আবদুল্লাহ

প্রকাশিত : ১৩ মে, ২০২৫, ১১:৫০ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারো মামুন লায়লার দ্বন্দ্ব, প্রকাশ্যে এলো ঐশী-মামুনের অন্তরঙ্গ মুহূর্ত ! ভিডিও

জনপ্রিয় টিকটকার জুটি প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুন ও লায়লার মধ্যে বিবাদ নতুন মাত্রা পেয়েছে। এবার এই বিতর্কে জড়িয়েছে আরেক টিকটকার অনামিকা ঐশীসহ একাধিক নারীর নাম। অন্তরঙ্গ ভিডিও ফাঁস, মাদক সেবন, একাধিক শারীরিক সম্পর্ক এবং মামলার হুমকি নিয়ে একে অপরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন তারা।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকটকার অনামিকা ঐশী ও প্রিন্স মামুনের একাধিক ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে তাদের অন্তরঙ্গ অবস্থায় সময় কাটাতে দেখা যায়। লায়লার দাবি, শুধু ঐশীই নন, মামুন আরও একাধিক মেয়ের সঙ্গে নিয়মিত ঘুরতে যান এবং মাদক সেবন করে তাদের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হন।

টিকটক এটি এমন একটি মাধ্যম যেখানে কেউ আসে আনন্দ দিতে, কেউ আসে আনন্দ উপভোগ করতে। কিন্তু সম্প্রতি তা হয়ে উঠেছে পারিবারিক দ্বন্দ্বের মঞ্চ। আলোচনার কেন্দ্রে রয়েছেন জনপ্রিয় টিকটকার প্রিন্স মামুন, তার স্ত্রী লায়লা এবং আরেক টিকটকার অনামিকা ঐশী।

লায়লার করা মামলায় কারাবরণ শেষে জামিনে মুক্তি পান মামুন। জামিনের পর তাদের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করলেও তা স্থায়ী হয়নি। হঠাৎ করেই শুরু হয় নতুন করে বিবাদ। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে মামুন ও অনামিকা ঐশীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও, যা নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে।

সম্প্রতি মামুনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, ভিডিওতে দেখা যায়, মামুন লায়লার বাসায় উপস্থিত এবং সেখানে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। ভিডিওতে মামুন বলেন, "একটা-দুইটা না, পাঁচটা মামলা করছে এই মহিলা আমার নামে। পাঁচটা মামলা কইরা যেভাবে ইচ্ছা আমাকে চালাইতেছে!"

এই বক্তব্য ঘিরে নেট দুনিয়ায় শুরু হয় সমালোচনার ঝড়।

এদিকে ঐশীর সঙ্গে মামুনের অন্তরঙ্গ ভিডিওটি কীভাবে ফাঁস হলো, সে বিষয়ে কিছু জানা না গেলেও মুখ খুলেছেন ঐশীর সাবেক প্রেমিক।

তার মন্তব্য, "পুরোনো খেলনা আমি সবসময় গরিব মানুষদের দান করে দিই। এটা নতুন কিছু না।"

২০২৪ সালের শুরুর দিকে ক্যান্টনমেন্ট থানার পুলিশ মামুনকে গ্রেফতার করেছিল লায়লার মামলার ভিত্তিতে। অভিযোগে লায়লা বলেছিলেন, ফেসবুকে তাদের পরিচয় হওয়ার পর মামুন তাকে বিয়ের আশ্বাস দিয়ে প্রেমের সম্পর্কে জড়ান। নিজের থাকার জায়গা না থাকায় মামুন লায়লার বাসায় ওঠেন এবং একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন।

বর্তমানে একদিকে মামলার জটিলতা, অন্যদিকে নতুন সম্পর্ক ও ভাইরাল ভিডিও—সব মিলিয়ে মামুন-লায়লা-ঐশী ত্রিভুজে তৈরি হয়েছে এক জটিল ও বিতর্কিত পরিস্থিতি। এই ত্রিমুখী দ্বন্দ্বের পরিণতি কী হবে, তা এখন সময়ই বলে দেবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়