শিরোনাম
◈ নসরুল হামিদের ২০০ কোটি টাকা মূল্যের জমি জব্দের আদেশ ◈ ‘২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’- বক্তব্যটি হাসিনার: প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাড়িতে হামলা গ্রেপ্তার ৫ ◈ জামিন স্থগিত সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের ◈ চট্টগ্রা‌মে মিরাজ তাণ্ডব, জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে দ্বিতীয় টে‌স্টে ইনিংস ব্যবধানে জিতলো বাংলাদেশ ◈ উত্তরায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় প্রাইভেট কারসহ দুই অপহরণকারী গ্রেফতার ◈ সম্ভাব্য তারিখ জানা গেল ঈদুল আজহার ◈ নির্বাচনী কোন ধরনের ঐক্য বা জোটে আগ্রহী নয় এনসিপি: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ টুঙ্গিপাড়াসহ বিভিন্ন জায়গায় থাকা শেখ পরিবারের জমি জব্দের আদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি

প্রকাশিত : ১১ মার্চ, ২০২৫, ০১:২৭ রাত
আপডেট : ২৪ এপ্রিল, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

নতুন লুকে নুসরাত ফারিয়া, জ্বীন, ভূত নাকি ভ্যাম্পায়ার

মনিরুল ইসলাম: প্রেক্ষাগৃহে আসছে চিত্র নায়িকা  নুসরাত ফারিয়ার নতুন সিনেমা 'জ্বীন থ্রি'। এ সিনেমার মাধ্যমে দীর্ঘ সাত বছর পর প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সিনেমায় অভিনয় করেছেন তিনি । হাতের লম্বা কালো নখ আর রক্তচোষা বড় বড় দাঁতের ভূত! ভয়ংকর এ লুকেই পর্দায় হাজির হবেন নুসরাত ফারিয়া।

প্রকাশিত হয়েছে ছবি ‘জ্বীন ৩’-এর পোস্টার। যেখানে দেখা গেল আবদুন নূর সজল ও তানিয়া আহমেদকে। এতে দেখা গেলো নতুন লুকে নুসরাত ফারিয়াকে।

আসন্ন ঈদে মুক্তির লক্ষ্যে নির্মিত হচ্ছে ‘জ্বীন’ সিনেমার সিক্যুয়েল ‘জ্বীন থ্রি’। একটি সত্য ঘটনা উপলক্ষে সিনেমাটি নির্মান করা  হয়েছে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। 

গ্ল্যামারাস নুসরাত ফারিয়া এবার ভূত রূপে।  কৌতূহলী দর্শকরা জানতে চাচ্ছেন, ফারিয়া আসলে জ্বীন, ভূত নাকি ভ্যাম্পায়ার? তবে সিনেমা সংশ্লিষ্টরা বলছেন, সব উত্তর মিলবে পুরো সিনেমাটি দেখলে। আর এসব জানাতে আয়োজন করা হয়েছে এক প্রেস মিট।আগামি ২৪ মার্চ। ওই প্রেস মিটে তুলে ধরা হবে সিনেমাটি নিয়ে নানা কথা। এমনটি জানা গেছে প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে কথা বলে।

প্রযোজনা প্রতিষ্ঠান জানান, ‘জ্বীন’ এবং ‘জ্বীন ২’ সফল হয়েছে তাই পরের কিস্তি ‘জ্বীন থ্রি’ আসছে আসন্ন ঈদুল ফিতরে। দর্শকরা আশা করি সিনেমাটি দেখে নতুন চরিত্রে দেখবেন নুসরাত ফারিয়াকে।

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘জ্বীন থ্রি’ পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান।

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘আশিকী’ সিনেমা দিয়ে ২০১৫ সালে বড়পর্দায় পদার্পণ করেন নুসরাত ফারিয়া। এরপর তার একটি শক্ত অবস্থান তৈরি হয় চলচ্চিত্রে। গ্ল্যামারাস নায়িকা হিসেবে জনপ্রিয় হয়ে উঠেন সিনেমাপ্রেমিদের মাঝে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়