শিরোনাম
◈ তারেক রহমানের জন্য বাসভবন, অফিস প্রস্তুত ◈ লাগেজ না খুলেই বিস্ফোরক শনাক্ত: বিমানবন্দরে বসছে ইটিডি মেশিন ◈ নির্বাচন পর্যবেক্ষণে মিশন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ◈ হাদিকে গুলি, তদন্তে উঠে এলো আঁতকে ওঠার মতো তথ্য  ◈ মুসলিমদের ভোটাধিকার বঞ্চিত করতে ভারতে ভোটার তালিকা সংশোধন  ◈ হাদিকে হত্যাচেষ্টা: শ্যুটার ফয়সালের মা-বাবা গ্রেপ্তার ◈ বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা ◈ সিঙ্গাপুরে হাদির চিকিৎসা: সর্বশেষ পরিস্থিতি জানালেন ভাই ওমর বিন হাদি ◈ ইউরোপযাত্রায় নৌকাডুবি: মাল্টার কাছে উদ্ধার ৫৯ বাংলাদেশিসহ ৬১ অভিবাসী ◈ হাদিকে হত্যাচেষ্টা: ব্যবহৃত মোটরসাইকেলের মালিকানা নিয়ে আদালতে নতুন তথ্য দিল কবির

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৫, ০৫:৪৭ বিকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুরুষরাও যৌ.ন হয়রানির শিকার হয়: প্রিয়াঙ্কা

ক্যারিয়ার শুরু হয়েছিল মডেলিং দিয়ে। বলিউড জয় করে প্রিয়াঙ্কা চোপড়া হলিউডেও তৈরি করেন নিজের জায়গা। অথচ তাকেও নাকি একটা সময় বিনা কারণে হেনস্থার শিকার হতে হয়েছে। বলিউডের কালো দিক প্রকাশ্যে এনে তিনি জানালেন, এখানে শুধু নারীরা নয়, পুরুষদেরও হতে হয় যৌন হেনস্থার শিকার।

একটি সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা চোপড়া জানান, তিনি যৌন হেনস্থার শিকার না হলেও বলিউডে ক্ষমতার অপব্যবহারের সম্মুখীন হয়েছেন। ক্ষমতাধর একজন প্রেমিকাকে সিনেমায় নিতে চুক্তি হওয়া সত্ত্বেও তাকে বাদ দেওয়া হয়েছে।

অতীতের অভিজ্ঞতা তুলে ধরে প্রিয়াঙ্কা বলেন, ‘হ্যাঁ, আমাকেও একটা সময় সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে। কারণ, একজন অন্য কাউকে নিতে বলেছিলেন। আমি একটা সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার পর তার প্রেমিকাকে ওই সিনেমায় নেওয়ার জন্য সুপারিশ করে। সেটা তো ক্ষমতার অপব্যবহারই। সে প্রেমিকা অভিনেতার হোক বা পরিচালকের।’

এরপর প্রিয়াঙ্কা চোপড়ার কথায় উঠে আসে যৌন হয়রানির কথা। তিনি বলেন, ‘শুধু নারীরা নন, বলিউডে পুরুষরাও কাস্টিং কাউচের শিকার হন। নিম্নমানের এই মানুষগুলো নতুনদের সুবিধা নিতে চান। বড় পরিচালক, প্রযোজকরা কখনই এমন কাজ করেন না। আমি অত্যন্ত ভাগ্যবতী আমি সবসময়ই ইন্ডাস্ট্রিতে ভালো মানুষের সঙ্গে কাজ করতে পেরেছি।’ সূত্র: হিন্দুস্থান টাইমস।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়