শিরোনাম
◈ ভারত হামলা চালালে পাকিস্তানের পাশে দাঁড়াবে এক কোটি হিন্দু: পিপিপির সংখ্যালঘু সদস্য সঞ্জয় কুমার ◈ করিডোর দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে: তারেক রহমান ◈ ভারত-পাকিস্তান উত্তেজনা, বাংলাদেশ সীমান্তে ভারতের কড়া নজরদারি: রিপোর্ট ◈ ইসলামপন্থি দলগুলো বিএনপি নাকি জামায়াত কোন দিকে ঝুঁকছে? ◈ ইসরায়েল ইতিহাসের ভয়াবহতম দাবানলে জ্বলছে, চাইলো আন্তর্জাতিক সহায়তা ◈ শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া অসম্ভব: প্রধান উপদেষ্টা ◈ বজ্রসহ বৃষ্টির আভাস দেশজুড়ে, ১০টি পদক্ষেপ গ্রহণের পরামর্শ  আবহাওয়া অধিদপ্তরের  ◈ বাতিল হচ্ছে দেড়শ বছরের আইন: জুয়ার শাস্তি বাড়ছে ২ হাজার গুণ ◈ সৌদি আরবে ‘হুরুব’ আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা ◈ চীন নারী ফুটবল দল পাঠাতে চায় বাংলা‌দে‌শে, পুরুষ ক্রিকেট দল‌কে চী‌নে আমন্ত্রণ

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৫, ১২:০১ দুপুর
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উর্বশীর নাচকে ‘নীল ছবির’ সঙ্গে তুলনা, এবার মুখ খুললেন অভিনেত্রী (ভিডিও)

বছরের শুরুতেই তেলেগু সিনেমার গানে নাচের ভিডিও নিয়ে সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউটেলা। ভিডিতে নাচের কোরিওগ্রাফি ও অঙ্গভঙ্গি নিয়ে নেটিজেনদের নানান মন্তব্য চলছিল গানটি প্রকাশের পর থেকেই। অবশেষে স্বঘোষিত এক চলচ্চিত্র সমালোচকের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন উর্বশী। এই ভিডিওকে ‘নীল ছবির’ সঙ্গে তুলনা করতেই ক্ষেপে গিয়ে মুখ খুললেন এ অভিনেত্রী।

গত ২ জানুয়ারি মুক্তি পেয়েছে ‘ডাকু মহারাজ’ ছবির ‘দাবিডি দিবিডি’ গান। সেখানেই উর্বশী ও বছর ৬৪ বছর বয়সী তেলেগু অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণের নাচ দেখে চক্ষু চড়কগাছ দর্শকদের! নাচের কোরিওগ্রাফিকে ‘অশ্লীল’ বলে মুখে ফেনা তুলেছেন নেটিজেনরা। এরই মধ্যে এই নাচ নিয়ে আপত্তি জানিয়েছেন স্বঘোষিত চলচিত্র সমালোচক কমল আর খান। উর্বশীর ছবিকে নীল ছবির সঙ্গে তুলনা করেছেন তিনি।

সম্প্রতি নিজের এক্স হ্যান্ডলে কমল লেখেন, ‘এদের লজ্জা লাগে না এমন অশ্লীল নাচ নাচতে! তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির লজ্জা লাগা দরকার, এমন নাচ তারা শুট করছে। সিনেমার জায়গায় নীল ছবি তৈরি করতে পারেন তো! এমন নাচের জন্য উর্বশীর লজ্জা লাগা দরকার।’

পাল্টা জবাবে অভিনেত্রী লেখেন, ‘দেখেও হাসি পায়, যাঁরা জীবনে তেমন কিছুই অর্জন করেননি, তাঁরা অন্যের সমালোচনা করছেন। তাও কাদের- যাঁরা দিনরাত পরিশ্রম করছেন। আসল ক্ষমতা অন্যকে নিচু দেখানোর মধ্যে নয়, বরং তাঁর কৃতিত্বকে তুলে ধরার মধ্যেই অন্তর্নিহিত।’

শুধু কমল আর খান নয়, এই নাচের ভিডিও দেখে নেটিজেনদের একাংশ সামাজিক যোগাযোগমাধ্যম লিখেছেন, ‘এই ধরনের নাচের ভঙ্গি কীভাবে কোরিওগ্রাফার তৈরি করতে পারেন! অভিনেতারাই বা কীভাবে এ সব করতে রাজি হন! একেবারে জঘন্য।;

আরও একজন মন্তব্য করেছেন, ‘অশালীন নাচ দেখিয়ে কি ছবির অতিরিক্ত আয় হয়? এই ধরনের দৃশ্যের মাধ্যমেই বোধ হয় ছবির প্রচার হচ্ছে।’ কেউ কেউ দাবি করেছেন, ‘নারীদের জন্য এই ধরনের নাচের দৃশ্য অত্যন্ত অপমানজনক।’ উর্বশী নিজে এমন নাচের জন্য কীভাবে রাজি হলেন, সে নিয়েও প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।

বলিউডের সিনেমায় এখন খুব একটা উর্বশীকে দেখা যায় না। তবে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় এই অভিনেত্রী। ২০১৩ সালে সানি দেওলের ‘সিং সাব দ্য গ্রেট’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিনেত্রী হিসেবে নিজের যাত্রা শুরু করেন উর্বশী। তাঁর পরবর্তী ক্যারিয়ারে সফল সিনেমা খুব একটা নেই। তবে তেলেগু সিনেমা ডাকু মহারাজে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। আগামীকাল ১২ জানুয়ারি সিনেমা হলে ডাকু মহারাজের মুক্তি পাওয়ার কথা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়