শিরোনাম
◈ ধামরাইয়ে বিশেষ অভিযানে ৩১লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩।  ◈ হ্যান্ডশেক বিতর্কে ৪৮ ঘণ্টা পর পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া জবাব দি‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে ইসরায়েলের বিরু‌দ্ধে ম্যাচের টিকিট বিক্রির টাকা ফিলিস্তিনে দান করবে নরওয়ে ◈ জাতিসংঘের এলডিসি উত্তরণের পথে বাংলাদেশ, সতর্ক থাকবার বার্তা তারেক রহমানের ◈ নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না: সালাহউদ্দিন আহমদ ◈ গণআন্দোলন রুখতে কড়া প্রস্তুতি: গবেষণায় নামছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো ◈ জাপানে জনশক্তি রপ্তানিতে নতুন উদ্যোগ: ‘জাপান ডেস্ক’ চালু, ভাষা প্রশিক্ষণ ও কর্মসংস্থানে বিস্তৃত কর্মপরিকল্পনা ◈ চূড়ান্তভাবে একীভূত হচ্ছে পাঁচ ব্যাংক, বসছে প্রশাসক ◈ ফরিদপুরে আসন পুনর্বিন্যাস নিয়ে অসন্তোষ, যা বলছেন ইসি সচিব ◈ পুলিশের ৯ কর্মকর্তাকে যে কারণে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:০৮ সকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমির খান যে সিনেমা ছাড়ার আফসোস এখনও করেন

তিনি বলিউডের পারফেকশনিস্ট হিসেবে খ্যাত। ক্যামেরায় তার কাজ সুনিপণ। তাই সাফল্যও তার পা ছুঁয়েছে বার বার। যেকোনো চরিত্রে নিজেকে প্রতিষ্ঠিত করতে তার জুড়ি মেলা ভার।

ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য কালজয়ী চরিত্র। তবে একটি চরিত্র রয়েছে, যা পর্দায় ফুটিয়ে তুলতে না পারার কষ্ট আজও বয়ে বেড়ান তিনি। বলছিলাম আমির খানের কথা। ভারতের স্বাধীনতা সংগ্রামের বিপ্লবী নেতা ভগৎ সিংয়ের চরিত্রে অভিনয় করতে না পারার আফসোসটা আজও বয়ে বেড়ান এই অভিনেতা।

২০২২ সালে মুক্তি পাওয়া ‘দ্য লেজেন্ড অব ভগৎ সিং’ সিনেমায় অভিনয় করার কথা ছিল আমির খানের। রাজকুমার সন্তোষী এ সিনেমার জন্য প্রথমে আমিরের কাছেই গিয়েছিলেন। তিনি তখন চরিত্রটি করতে রাজি হননি। পরে সেটি ছেড়ে দেয়ায় আফসোস করেছেন।

কপিল শর্মার শো’তে এসে তিনি এ কথা প্রকাশ করেন। সঙ্গে যোগ করেছেন, কেন সিনেমাটিতে অভিনয় করেননি। 
আমিরের মতে, ভগৎ সিং একজন তরুণ ছিলেন এবং তার গল্পেও তারুণ্য বিশেষ হয়ে ধরা পড়ে। তাকে যখন এ সিনেমার জন্য প্রস্তাব দেয়া হয়, তখন তার বয়স ৩৬ বছর। তিনি চাননি এত বছর বয়সের কেউ চরিত্রটি করুক।

এ নিয়ে আমির বলেন, ‘ভগৎ সিং খুবই গুরুত্বপূর্ণ একজন ঐতিহাসিক চরিত্র। মানুষ হিসেবেও তিনি স্বতন্ত্র। মাত্র ২২-২৩ বছর বয়সে তিনি যেভাবে দেশের জন্য, আদর্শের জন্য কাজ করেছেন তা বিস্ময়কর। আজ আমরা এমন কিছু চিন্তাও করতে পারি না। তার সাহস ছিল। কোনোকিছুতে ভয় ছিল না। খুবই দুষ্প্রাপ্য মানব চরিত্র তিনি।’

এমন একটি চরিত্রে অভিনয় করার ইচ্ছা সব অভিনেতারই ছিল। অনেকেই ভগৎ সিংয়ের চরিত্রে অভিনয় করেছেন। সন্তোষীর এ সিনেমায় অভিনয় করেছিলেন অজয় দেবগন। কিন্তু আমির করতে চাননি বয়সের কারণে। তিনি বলেন, ‘আমার বয়স তখন ৪০-এর দিকে যাচ্ছে। আমার মনে হয়নি ভগৎ সিংয়ের মতো একটি চরিত্র আমি ওই বয়সে করলে খুব ভালো দেখাবে। তারুণ্যের সে ছাপ আমার মধ্যে আসত না। এ কারণে সন্তোষীকে বলেছিলাম, তরুণ কোনো অভিনেতাকে এর জন্য কাস্ট করতে।’

অবশ্য সন্তোষী তা করেননি। তিনি নিয়েছিলেন অজয় দেবগনকে। সিনেমার জন্য অজয় দেবগন পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আমির তার ক্যারিয়ারে এ পুরস্কার পাননি। মজার ব্যাপার, এর তিন বছর পর মুক্তি পায় ‘মঙ্গল পাণ্ডে’, যেখানে আমির খান মঙ্গল পাণ্ডের চরিত্রে অভিনয় করেন এবং ২০০৬ সালে মুক্তি পায় ‘রঙ দে বাসান্তি’। রাকেশ ওমপ্রকাশ মেহরার রঙ দে বাসান্তিতে তিনি অভিনয় করেছিলেন চন্দ্রশেখর আজাদের চরিত্রে। মৃত্যুর সময় আজাদের বয়স ছিল ২৪ বছর আর এ চরিত্রে অভিনয় করা আমিরের বয়স ছিল ৪০।

  • সর্বশেষ
  • জনপ্রিয়