শিরোনাম
◈ বাংলাদেশ-আলজেরিয়া কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি চূড়ান্ত পর্যায়ে ◈ বাংলাদেশ সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে: প্রেস সচিব ◈ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আহ্বান: শ্রমিক-মালিকের ঐক্য গড়ে তুলতে হবে নতুন বাংলাদেশ ◈ সরকারি চাকরি আইনে বড় পরিবর্তন: বিক্ষোভ-অনুপস্থিতিতে তদন্ত ছাড়াই ৮ দিনের মধ্যে চাকরিচ্যুতির বিধান ◈ ৫ মে থেকে বাজারে আসছে সাতক্ষীরার সুস্বাদু আম, রপ্তানি লক্ষ্যমাত্রা ৭০ মেট্রিক টন ◈ মে‌সি ও সুয়া‌রে‌সেও কাজ হ‌লো না, সেমিফাইনালে হেরে গে‌লো ইন্টার মায়ামি ◈ নিবন্ধনের আবেদন ৬৫ দলের, কার্যকর কমিটি নেই কারও, কারও নেই কার্যালয় বা সাইনবোর্ড ◈ পহেলগাঁও সন্ত্রাস নিয়ে কারাগার থে‌কে ভারতকে ইমরান খা‌নের হুম‌কি ◈ বার্সেলোনা ও  ইন্টার মিলানের শ্বাসরুদ্ধকর ম্যাচ ৩-৩ গোলে ড্র ◈ শ্রীলঙ্কা‌কে হা‌রি‌য়ে সিরিজে এগিয়ে গে‌লো বাংলাদেশের যুবারা

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৪, ০৮:০৫ রাত
আপডেট : ২৯ মার্চ, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষক-শিক্ষার্থীদের মুক্তি ও হত্যার বিচার চাইলেন সাবিলা নূর

শিমুল চৌধুরী ধ্রুব: [২] বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ৯ দফা দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেছে ‘দৃশ্যমাধ্যম শিল্পীসমাজ’। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে সহিংসতা, গণগ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদ জানিয়ে আজ বৃহস্পতিবার এক হয়েছেন তারা।

[৩] এদিন সকাল ১১টায় সকালে সংসদ ভবনের সামনে সমবেত হওয়ার কথা থাকলেও পুলিশি বাধার কারণে ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে বৃষ্টি উপেক্ষা করে সমবেত হন একদল তারকাশিল্পীরা। এ সময় তারা সকল হত্যার বিচার, গুলি ও সহিংসতা বন্ধ, গণ-গ্রেপ্তার ও হয়রানি বন্ধ এবং আটককৃত শিক্ষার্থীদের মুক্তির দাবি জানান।

[৪] সংহতি প্রকাশকালে সংস্কৃতিকর্মীদের মধ্যে এদিন উপস্থিত ছিলেন মামুনুর রশীদ, মোশাররফ করিম, আজমেরী হক বাঁধন, সাবিলা নূর, আশফাক নিপুণ, নুরুল আলম আতিক, অমিতাভ রেজা, পিপলু আর খান, শিবু কুমার শীল, রেদওয়ান রনি, জাকিয়া বারী মম, সোহেল মণ্ডল, সিয়াম আহমেদসহ অনেকে।

[৫] এ সময় সাবিলা নূর বলেন, ‘আমরা যে সকল শিক্ষার্থী ও শিক্ষকরা গ্রেপ্তার হয়েছে তাদের মুক্তি চাই এবং যেসব হত্যা হয়েছে, সেসবের বিচার চাই।’

[৬] তিনি আরও বলেন, ‘আমরা চাই, কে এসেছে এখানে? কারা এসেছে এখানে? এসব নিয়ে ফোকাস না করে, ফোকাসটা আমাদের মূল ইস্যুতে থাক। যারা মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়েছে আর যাদের মৃত্যু হয়েছে এর সুষ্ঠু বিচার চাই।’

[৭] সংসদ ভবনের সামনে সমবেত হওয়ার কথা থাকলেও ফার্মগেটের সামনে অবস্থান নেওয়ার প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘সেখানে ট্রাফিক ছিল বেশি, তাই আমরা এখানে দাঁড়িয়েছি।’

এসসিডি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়