শিরোনাম
◈ ঢাকায় চীনের ভিসা অফিস ৮ দিন বন্ধ থাকবে ◈ রাশিয়া-কানাডা থেকে ৩৩২ কোটি টাকার সার কিনছে সরকার ◈ ধামরাইয়ে বিশেষ অভিযানে ৩১লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩।  ◈ হ্যান্ডশেক বিতর্কে ৪৮ ঘণ্টা পর পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া জবাব দি‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে ইসরায়েলের বিরু‌দ্ধে ম্যাচের টিকিট বিক্রির টাকা ফিলিস্তিনে দান করবে নরওয়ে ◈ জাতিসংঘের এলডিসি উত্তরণের পথে বাংলাদেশ, সতর্ক থাকবার বার্তা তারেক রহমানের ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থায় বড় পরিবর্তন: ৭০ ইন্টারসেকশনে নতুন বিন্যাসে গতি দ্বিগুণ, যানজট কমেছে ◈ নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না: সালাহউদ্দিন আহমদ ◈ গণআন্দোলন রুখতে কড়া প্রস্তুতি: গবেষণায় নামছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো ◈ জাপানে জনশক্তি রপ্তানিতে নতুন উদ্যোগ: ‘জাপান ডেস্ক’ চালু, ভাষা প্রশিক্ষণ ও কর্মসংস্থানে বিস্তৃত কর্মপরিকল্পনা

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৪, ০৫:১৫ বিকাল
আপডেট : ১৫ মে, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুম্বাইয়ে পুরস্কৃত শুভশ্রী, নাম লেখাচ্ছেন বলিউডে?

শিমুল চৌধুরী ধ্রুব: [২] সম্প্রতি মুম্বাই গিয়েছিলেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। সেখানেই একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি ‘ইন্দুবালা ভাতের হোটেল’ সিরিজের জন্য পুরস্কৃত হন। ওটিটি প্লাটফর্ম হইচইয়ের এই সিরিজের জন্য তিনি সেরা আঞ্চলিক পুরস্কার পান। কিন্তু একইসঙ্গে জল্পনা শুরু হয়েছে এবার কি বলিউডে পা রাখতে যাচ্ছেন শুভশ্রী? সূত্র: আনন্দবাজার
[৩] তবে এ বিষয়ে এখনই কিছু জানাননি শুভশ্রী। তবে সামাজিকমাধ্যমে পুরস্কার পাওয়ার মুহূর্তের একাধিক ছবি পোস্ট করেছেন তিনি। এদিন একটি লাল শিমারি শাড়ি পরে গিয়েছিলেন এই নায়িকা। বলাই বাহুল্য তার সেই সাজ সবার নজর কেড়েছে।
[৪] উল্লেখ্য, কল্লোল লাহিড়ির লেখা ‘ইন্দুবালা ভাতের হোটেল’ উপন্যাস অবলম্বনে এই সিরিজটি তৈরি করেন দেবালয় ভট্টাচার্য। এটি শুভশ্রী অভিনীত প্রথম সিরিজ। এতে কখনও বাংলাদেশের গ্রাম্য বধূ, কখনও কিশোরী, কখনও আবার যুবতী, বিধবা, কখনও আবার বৃদ্ধার চরিত্রে দেখা গিয়েছিল তাকে। সূত্র: হিন্দুস্থান টাইমস
[৫] মুক্তির অপেক্ষায় রয়েছে শুভশ্রী অভিনীত ‘বাবলি’। রাজ চক্রবর্তী পরিচালিত সিনেমাটি ভারতের স্বাধীনতা দিবসের দিন অর্থাৎ ১৫ আগস্ট মুক্তি পাবে। এতে নাম ভূমিকায় থাকবেন শুভশ্রী। তার বিপরীতে থাকবেন আবির চট্টোপাধ্যায়। সিনেমাটির গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন সৌরসেনী মৈত্র।
[৬] এছাড়াও রাজ চক্রবর্তীর আরও একটি সিনেমায় উকিলের চরিত্রে দেখা যাবে শুভশ্রীকে। সেখানে মুখ্য ভূমিকায় থাকবেন ঋত্বিক চক্রবর্তী এবং মিঠুন চক্রবর্তী। এছাড়া দেবালয় ভট্টাচার্যর নতুন ভূতের সিনেমা ‘আলেয়া’তেও দেখা যাবে শুভশ্রীকে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়