শিরোনাম
◈ একমাত্র বিদেশি সামরিক ঘাঁটি থেকে গোপনে কেন সৈন্য সরালো ভারত? ◈ রাজনাথ সিংয়ের মন্তব্যে কড়া প্রতিক্রিয়া ঢাকার: ‘অযথার্থ ও কূটনৈতিক সৌজন্যের পরিপন্থী’ ◈ কিস্তি দিতে না পারায় গৃহবধূর আংটি ও বদনা নিয়ে গেলো এনজিও! ◈ ডরি ফিসের নামে কী খাচ্ছেন? বাজারে 'ডরি ফিস' খুঁজতে গিয়ে সামনে এলো ভয়ংকর তথ্য!(ভিডিও) ◈ বাংলা‌দেশ জিত‌লো তামিমের সেঞ্চুরিতে, সি‌রিজ শেষ হ‌লো সমতায়  ◈ তোপের মুখে হ্যান্ডকাপ পরা অবস্থায় ছাত্রলীগ কর্মীকে ছেড়ে দিল পুলিশ (ভিডিও) ◈ ‘ফজু পাগলা’ উপাধি যারা দিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই: ফজলুর রহমান ◈ সরকার থেকে পদত্যাগ নিয়ে যা বললেন আসিফ মাহমুদ ◈ ২০২৬ সালের জুনের মধ্যে বাতিল হবে ৬ ধরনের দলিল: আসছে সম্পূর্ণ ডিজিটাল ভূমি ব্যবস্থা ◈ আগামী নির্বাচন হতে যাচ্ছে মাইলফলক: সিইসি নাসির উদ্দিন

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৪, ০৭:৫৮ বিকাল
আপডেট : ০৬ এপ্রিল, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরমব্রতের কথায় মন খারাপ পরীমনির

শিমুল চৌধুরী ধ্রুব: [২] দিন কয়েক আগে টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় প্রশংসায় ভাসান ঢালিউড অভিনেত্রী পরীমনিকে। তাকে ‘পাওয়ার হাউস অব ট্যালেন্ট’ বলে সম্বোধন করেন এ অভিনেতা। বিষয়টি কানে গেছে পরীর। শুনে শুধু উচ্ছ্বসিত-ই হননি। হয়েছে মন খারাপও।

[৩] সম্প্রতি এক সাক্ষাৎকারে পরীমনি বলেন, ‘আমি বুঝলাম, প্রশংসাও আমাদের খুব বুঝেশুনে করতে হয়। পরমব্রতর মতো শিল্পীর মুখ থেকে এমন কথা শোনার পর মন খারাপ হয় আমার...। ভাবলাম, আসলেই তো আমার অনেক দারুণ দারুণ সব কাজ করার কথা ছিল। কিন্তু হয়নি। হয়ে ওঠেনি। সময় তো সময়ের মতো চলে যাচ্ছে। কিন্তু আর বেশি দূর যেতে দেওয়া উচিত নয়। আমাকে আমার মতো কাজ করতে হবে। করছিও আমার মতো করে। তবে তার কথাটাও আমার মাথায় থাকবে। যেভাবে বললেন, স্ক্রিন প্রেজেন্স নিয়ে, এই কথার অর্থটা আমি বুঝেছি। তাই তো পরের কোনো একটা ভিডিওতে এমন দেখতে চাই, শুনতে চাই-পরীমনির এই কাজ আমার ভালো লেগেছে।’

[৪] এ সময় অভিনেত্রী বলেন, ‘প্রথমে তো মুগ্ধ হয়ে কতক্ষণ শুনছি। দু-তিনবার টেনে টেনে শুনেছি। পরে ভেবেছি, মানুষকে নানাভাবে আমরা অপমান-অপদস্থ করতে পারি। প্রশংসা নাইই করতে পারি। কিন্তু এসবের কারণে দিন শেষে মানুষটার যে চেষ্টা, এসবও একসময় ডাউন হয়ে যায়। পরমব্রত কিন্তু ভালো অভিনয় করেন। ভালো এই, ভালো সেই, দেখতে সুন্দর- এসব বলতে পারত। তিনি কী বলেছেন, পাওয়ার হাউস অব ট্যালেন্ট...। এই লাইনের গভীরতা হজম করতে আমার এত বেশি সময় লাগছে যে বলে বোঝাতে পারব না। তাই আমি বারবার টেনে টেনে দেখছি। মানুষকে কীভাবে প্রশংসা করতে হয়, সেটা আসলে আমরা অনেক ক্ষেত্রে শিখিইনি।’

[৫] এ সময় পরমব্রতের সঙ্গে কজের ইচ্ছা প্রকাশ করে পরীমনি বলেন, ‘ইশ্, পরমের সঙ্গে কবে যে পরীর একটা কাজ হবে...। কি, দারুণ মিলবে না, পরম আর পরী...।’

[৬] সম্প্রতি নিজের ছবির প্রচারে বাংলাদেশে এসেছিলেন পরমব্রত। সেসময় পরীমনিকে প্রশংসায় ভাসান তিনি। তার কথায়, ‘পরীমনিকে আমার মনে হয় ‘পাওয়ার হাউস অব ট্যালেন্ট’। তাকে যদি আরো একটু ভালোভাবে ব্যবহার করা যায়, তবে তিনিও খুব ভালো করবেন। তার যেটুকু কাজ দেখেছি, আমার কাছে দুর্দান্ত মনে হয়েছে।’

এসসিডি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়