শিরোনাম
◈ ফিলিং স্টেশন-দোকানে ঝুলছে ‘গ্যাস নেই’, চরম বিপাকে গ্রাহকরা ◈ ৬৬টি আন্তর্জা‌তিক সংস্থা থেকে যুক্তরাষ্ট সরে যাওয়ার কারণে কতটা ক্ষতিগ্রস্ত হবে বাংলা‌দেশ ◈ বিক্ষোভ ছড়িয়ে ক্ষমতায় আসতে চান ইরানের যে নির্বাসিত নেতা ◈ আগামী নির্বাচনের ফলাফলে সুইং ভোটাররা 'প্রভাবক' হয়ে উঠতে পারেন ◈ মুক্ত বিশ্বকোষে উইকিপিডিয়া নিরপেক্ষতা হারাচ্ছে, মুছে ফেলা হচ্ছে জুলাই শহীদদের পেইজ! ◈ রিয়াল মা‌দ্রিদ‌কে হা‌রি‌য়ে আবারও স্প‌্যা‌নিশ সুপার কাপ চ্যাম্পিয়ন বার্সেলোনা ◈ মার্তিনেল্লির হ্যাটট্রিকের রাতে জয় পে‌লো আর্সেনাল ও লিডস ◈ পাবনায় কারাগারে আ.লীগ নেতা প্রলয় চাকীর মৃত্যু ◈ ট্রাম্পকে ইরানের নেতাদের ‘হত্যা’র আহ্বান মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের ◈ সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২৪, ০৭:৫২ বিকাল
আপডেট : ২৯ মার্চ, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আম্বানিদের অনুষ্ঠানে সালমানের গায়ে হলুদ!

শিমুল চৌধুরী ধ্রুব: [২] বয়স যাই হোক না কেন বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান। তার জীবনে একাধিকবার প্রেম আসলেও এখনও বিয়ে করেননি। তাই কখনও বিয়ের পিড়েতে বসা হয়নি।

[৩] তবে এবার আম্বানিদের অনুষ্ঠানে ভাইজানের গায়ে হলুদ লেগেই গেল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ভাইরাল হলে এক অনুরাগী প্রশ্ন করে বসে তাহলে কি এবার বিয়ের পালা? সূত্র: ইন্ডিয়া টুডে

[৪] অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের প্রত্যেক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন সালমান। জামনগের প্রি ওয়েডিং থেকে মুম্বাইয়ে সঙ্গীত সর্বত্র দেখা যাচ্ছে তাকে। এবার ছিল গায়ে হলুদের পালা।

[৫] সেখানে সালমান এসেছিলেন কালো পাঠানি পরে। অনুষ্ঠান শেষে পাপারাজ্জির ক্যামেরায় ধরা পড়লেন হলুদ পাঞ্জাবিতে। তার সারা মুখে লেগেছিল হলুদ। তাতেই উচ্ছ্বসিত অনুরাগীরা। এবার তাহলে বিয়েটা হয়েই যাবে, এমনই আশা তাদের। সূত্র: হিন্দুস্থান টাইমস

[৬] সালমান তার বিয়ে নিয়ে তেমন কোন মন্তব্য করেন না। রসিকতা করে বিয়ের প্রসঙ্গ এড়িয়ে যান। রোমানিয়ান মডেল ইউলিয়া ভান্তুরের সঙ্গে বেশ কিছুদিন ধরে সম্পর্কে জড়িয়েছিলেন সালমান। মনে করা হয়েছিল, তাকেই হয়ত জীবনসঙ্গী হিসেবে বেছে নেবেন। পরে নাকি সেই সম্পর্কও ছিন্ন হয়ে যায়। যদিও আম্বানিদের অনুষ্ঠানেই সালমান-ইউলিয়াকে একসঙ্গে দেখা গেছে।

[৭] সালমানের বিয়ের প্রসঙ্গে তার বাবা এক সাক্ষাৎকারে বলেন, ‘আসলে সালমান খুবই সহজ-সরল একজন মানুষ। খুব সহজেই সম্পর্কে জড়িয়ে পড়ে। কিন্তু বিয়ে করতে ভয় পায়। সে সব মেয়ের মধ্যেই তার মায়ের কোয়ালিটিগুলো খুঁজতে শুরু করে। ও যেই মেয়েকে বিয়ে করবে সে যেন স্বামী ও সন্তানদের প্রতি গভীর ভালোবাসা রাখে। আসলে এমন মেয়ে পাওয়া আজকাল খুবই কঠিন। তাই সালমান বিয়ে করছেন না।’

এসসিডি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়