শিরোনাম
◈ ৩০০ ফিট ও কুড়িল এলাকায় জনসমাগম, প্রস্তুত ১৭ অ্যাম্বুলেন্স ◈ ১৭ বছর পর তারেক রহমানের প্রত্যাবর্তন: কনকনে শীত উপেক্ষা করে সূর্যোদয়ের আগেই পূর্বাচলে মানুষের ঢল (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের নতুন নির্দেশনা হাইকোর্টের ◈ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগ ◈ হঠাৎ করে ওএমএসের চাল-আটা বিক্রি বন্ধ, বিপাকে দরিদ্র মানুষেরা ◈ দেশে ফিরতে সপরিবারে হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান (ভিডিও) ◈ এবার ভারতের অরুণাচল প্রদেশ চায় চীন, পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধির দিকেও ইঙ্গিত: পেন্টাগনের প্রতিবেদন ◈ ঢাকা মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত ◈ সংকট কাটিয়ে যেভাবে বিএনপির শীর্ষ নেতৃত্বে উঠে এলেন তারেক রহমান ◈ লোভে রাজনৈতিক দলের অস্তিত্ব সংকটে: হাসনাত আবদুল্লাহ’র সমাবেশে হুঁশিয়ারি (ভিডিও)

প্রকাশিত : ১০ জুন, ২০২৪, ০৮:৪৭ রাত
আপডেট : ১১ জুন, ২০২৪, ০৯:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘শাকিব রাস্তার মেয়ের সঙ্গে কাজ করলেও সে স্টার হয়ে যাবে’ (ভিডিও)

শিমুল চৌধুরী ধ্রুব: [২] ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। ঢালিউডে প্রায় দুই যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য নায়িকার পথচলা শুরু হয়েছে এই নায়কের হাত ধরে। যাদের মধ্যে রয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, শবনম বুবলী, পূজা চেরিসহ অনেকেই।

[৩] শাকিব যখন যেই নায়িকার সঙ্গে বেশি কাজ করেছেন, ঢালিউডে সেই নায়িকার চাহিদাই সে সময় সবচেয়ে বেশি থেকেছে। যে কারণে চিত্রনায়িকা রাহা তানহা খান মনে করেন, শাকিব খান রাস্তার কোনো মেয়ের সঙ্গে কাজ করলেও সে স্টার হয়ে যাবে। 

[৪] সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করেছেন বর্তমান সময়ের এই চিত্রনায়িকা। শাকিবের সঙ্গে সিনেমায় সাইনিংয়ের পরেও কাজ করা হয়নি রাহার, বিষয়টি নিয়ে কথা বলতে গিয়েই এমন মন্তব্য উঠে আসে তার কণ্ঠে। 

[৫] রাহা বলেন, ‘আমার জীবনে কয়েকবারই সুযোগ এসেছে শাকিব খানের সঙ্গে কাজ করার। তবে কোনো কারণে কাজটা হয়ে ওঠেনি। যে কারণে তার সঙ্গে কাজ করার বিষয়টি আমার জন্য সোনার হরিণ নয়।’

[৬] ঢাকাই সিনেমার শীর্ষ নায়কের সঙ্গে কাজ করা ‘সোনার হরিণ’ নয় কেন, সেই মন্তব্যেরও ব্যাখা দিয়েছেন এই নায়িকা। তিনি বলেন, ‘শাকিব খানের নায়িকা হওয়ার যেই স্টারডম সেটা আমি পেয়েছি। তার সঙ্গে যখন আমি সিনেমা সাইন করি, তখন তার ভক্তরা আমাকে যেভাবে গ্রহণ করেছে, সমর্থন করেছে...সেটাতেই আমি হ্যাপি।’ 

[৭] রাহা বলেন, ‘তবে যদি শাকিব খানের সঙ্গে আমার আবারও কাজের সুযোগ হয়, ব্যাপারটা খুবই নরমাল থাকবে আমার জন্য। এটা যে আমার ড্রিম কাজ হবে সেটা নয়। কারণ তার সঙ্গে আমি অলরেডি সিনেমা সাইন করেছি। কোনো কারণে ছবিটা কমপ্লিট হয়নি।’

[৮] এরপর শাকিবের প্রশংসা করে এই নায়িকা বলেন, ‘শাকিব খান কিং খান। সে রাস্তার কোনো মেয়ের সঙ্গে কাজ করলেও সে স্টার হয়ে যাবে। ওই মেয়ে স্টার হবে শাকিব খানের প্রতিভার কারণে। তবে কেউ যদি শাকিবকে ছাড়া স্টার হতে পারে সেটা বড় অ্যাচিভমেন্ট।’

[৯] এই অভিনেত্রী যোগ করেন, ‘শাকিব যাদের সঙ্গে কাজ করেছে, সেই নায়িকাদের ছেড়ে দেওয়ার পরে তারা সুপার ফ্লপ। কেউ আর সুপারস্টার তকমা নিয়ে থাকতে পারেনি।’

[১০] উল্লেখ্য, নৃত্যশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন রাহা। তবে পরিচিতি লাভ করেন উপস্থাপনা ও মডেল হিসেবে। এরপর ‘সারাংশে তুমি’, ‘ভালোবাসা ডটকম’ ও ‘রূপ’ সিনেমায় অভিনয় করতে দেখা যায় তাকে। 

এসসিডি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়