শিরোনাম
◈ সাদা পাথর লুটপাট বন্ধে প্রশাসনের পাঁচ দফা উদ্যোগ ◈ ‘বাকিতে খাবার না দেওয়ায়’ হোটেল মালিককে গুলি ◈ সেনাপ্রধানের নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তিকর তথ্য প্রচার, আইএসপিআরের সতর্কবার্তা ◈ বাংলাদেশ ব্যাংকের সাবেক ৩ গভর্নরের ব্যাংক হিসাব তলব ◈ প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল ◈ নির্বাচনে ঋণখেলাপিরা অংশ নিতে পারবেন না: অর্থ উপদেষ্টা ◈ জনগণই নির্ধারণ করবে আগামী দিনে কারা রাষ্ট্র পরিচালনা করবে : নিপুণ রায় ◈ জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু ◈ বৃহস্পতিবার যেসব এলাকায় গ্যাস থাকবে না ◈ চানখাঁরপুলে ৬ হত্যা: ‘পুলিশের পোশাক পরা লোকদের হিন্দিতে কথা বলতে শুনি’

প্রকাশিত : ০৮ মে, ২০২৪, ০৫:৪৮ বিকাল
আপডেট : ০৮ মে, ২০২৪, ০৫:৪৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিন শতাধিক সিনেমার অভিনেত্রী কনকলতা মারা গেছেন

অভিনেত্রী কনকলতা

শিমুল চৌধুরী ধ্রুব: [২] ভারতের জনপ্রিয় অভিনেত্রী কনকলতা মারা গেছেন। মঙ্গলবার তিরুবনন্তপুরমের নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন মালয়ালম ও তামিল সিনেমার এই অভিনেত্রী। তার বয়স হয়েছিল ৬৩ বছর। সূত্র: হিন্দুস্থান টাইমস

[৩] জানা যায়, ২০২১ সাল থেকে ডিমেনশিয়া আর পারকিনসনস রোগে ভুগছিলেন অভিনেত্রী। তিন শতাধিক মালয়ালম ও তামিল সিনেমায় অভিনয় করেছেন কনকলতা। ছোট পর্দা ও বড় পর্দা দুই জায়গাতেই তিনি ছিলেন সমান জনপ্রিয়।

[৪] কোল্লাম জেলার ওচিরায় জন্মগ্রহণ করা কনকলতা ছোটবেলায় মঞ্চে অভিনয় দিয়েই যাত্রা শুরু করেন। ১৯৮২ সালে ‘চিল্লু’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। এরপর একের পর এক সিনেমা করে নিজেকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যান। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

[৫] সিনেমা ছাড়া টিভি সিরিয়ালে অভিনয় করেও ব্যাপক দর্শকপ্রিয়তা পান কনকলতা। আশির দশকে ‘টওরু পুভিরিয়ুনুট’ নামের একটি ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয় হন তিনি। নব্বইয়ের দশকে বেশ কয়েকটি জনপ্রিয় মেগা সিরিয়ালে অন্যতম সব চরিত্রে দেখা গেছে তাকে।

[৬] কনকলতার উল্লেখযোগ্য সিনেমা ‘কিরীদাম’, ‘কৌরাভার’, ‘হরিকৃষ্ণানস’, ‘বন্ধুক্কল সাথরুক্কল’, ‘চেঙ্কোল’, ‘স্পাডিকাম’, ‘আদ্যাথে কানমানি’ ও ‘ওরু যথরমোঝি’। অসুস্থতার কারণে সিনেমা থেকে দূরে সরে যান অভিনেত্রী। তার শেষ সিনেমা ‘পুক্কালাম’।

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়