শিরোনাম
◈ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ৭১ শতাংশ প্রার্থী ব্যবসায়ী, কোটিপতি ১১৬ জন: টিআইবি ◈ ৩ বাসে ভাঙচুর, ট্রাফিক বক্সে আগুন, গুলিবিদ্ধ ১ ◈ ঢাকা মহানগরীতে ব্যাটারি-মোটরচালিত রিকশা চললেই ব্যবস্থা: বিআরটিএ ◈ বান্দরবানে ‘বন্দুকযুদ্ধে’ কেএনএফের ৩ সদস্য নিহত ◈ সৌদি বাদশাহ সালমান অসুস্থ, নেওয়া হয়েছে ক্লিনিকে ◈ সাঁতারের পোশাকে প্রথম ফ্যাশন শো সৌদিতে ◈ তৃতীয় দেশ দু-একশ জনকে আশ্রয় দিয়ে রোহিঙ্গাদের মিয়ানমার ছাড়তে উৎসাহিত করছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ ভ্যাট বসলে মেট্রোরেলের সুনাম নষ্ট হবে: ওবায়দুল কাদের ◈ বর্জ্য ব্যবস্থাপনার সামান্য অর্থ বাঁচাতে গিয়ে দেশকে ধ্বংস করবেন না: প্রধানমন্ত্রী ◈ পাকিস্তানে বাস দুর্ঘটনায় একই পরিবারের ১৪ সদস্য নিহত

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৪, ০৫:৪২ বিকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০২৪, ০৫:৪২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শৌচালয় বানাতে সাহায্য করলেও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য করব না: বিদ্যা বালান

শিমুল চৌধুরী ধ্রুব: [২] বলিউডে ধর্ম-কর্ম মেনে চলেন এমন অভিনয়শিল্পীদের তালিকা করলে নাম আসবে বিদ্যা বালানের। নিয়মিত পূজা অর্চনা করেন তিনি। অথচ ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য কোনো দান করতে রাজি নন। সূত্র: সংবাদ প্রতিদিন

[৩] এ প্রসঙ্গে বিদ্যা বালান বলেন, ‘কেউ যদি আমার কাছে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান তৈরির জন্য অনুদান চাইতে আসে, আমি কখনও দিই না। আমি বলি, আপনারা যদি হাসপাতাল, স্কুল কিংবা কোনো শৌচালয় বানাতে চান, তাহলে আমি খুশি হয়ে টাকা দেব। তবে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য আর্থিক সাহায্য করব না।’

[৪] তিনি আরও বলেন, ‘ধর্মের বিষয়ে ভারত এখন অনেক বেশি মেরুকরণে বিশ্বাসী। ধর্মীয় পরিচয়ের দিকেই ঝুঁকছে মানুষ। আগে কিন্তু দেশে এহেন দৃশ্য দেখা যেত না, তবে এখন পরিস্থিতি অনেক বদলেছে।’ সূত্র: আনন্দবাজার

[৫] ধর্ম নিয়ে বাড়াবাড়ির ইঙ্গিত করে বিদ্যা বলেন বলেন, ‘এর আগে দেশবাসী হিসেবে কেউ ধর্মীয় পরিচয় নিয়ে মাথা ঘামাত না। তবে এখন কেন জানি না বিষয়টা এরকম হয়ে দাঁড়িয়েছে। শুধু রাজনীতি নয়, সোশাল মিডিয়াতেও তাই। মেরুকরণ বিষয়টিকে আরও পোক্ত করে তোলার নেপথ্যে সমাজ মাধ্যমের একটা বড় হাত রয়েছে। এরা পরিস্থিতিটাকে আরও খারাপ করে তুলেছে। মানুষ আরও বেশি একা এখন!’

[৬] মুক্তি পেয়েছে বিদ্যা বালানের সিনেমা ‘দো অউর দো প্যায়ার’। ছবিটির প্রচারে ঘাম ঝড়াচ্ছেন তিনি। এতে বিদ্যার বিপরীতে অভিনয় করেছেন প্রতীক গান্ধী। ১৯ এপ্রিল প্রেক্ষাগৃহে এসেছে ছবিটি।

এসসিডি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়