শিরোনাম
◈ স্কুলের টয়লেটে আটকা শিশু, ৬ ঘণ্টা পর বের হতে সক্ষম  ◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২৪, ০৭:৪৯ বিকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৪, ০৭:৪৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সমালোচনার মুখে ইউটিউব থেকে সরানো হলো ‘রূপান্তর’

শিমুল চৌধুরী ধ্রুব: [২] তীব্র সমালোচনার মুখে ফারহান আহমেদ জোভান অভিনীত নাটক ‘রূপান্তর’ সরিয়ে নেওয়া হয়েছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব থেকে। দর্শকদের ভাষ্য,  পরিচালক রাফাত মজুমদার রিংকু নাটকটিতে ‘ট্রান্সজেন্ডার’ বিষয়টি সামনে আনতে চেয়েছেন। বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন নির্মাতা রিংকু এবং কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা জোভান।

[৩] সামাজিক যোগাযোগমাধ্যমে নাটকটি নিয়ে তীব্র প্রতিক্রিয়ার বিষয়ে নির্মাতা রাফাত মজুমদার রিংকু বলেন, ‘দর্শকরা নাটকটির কনসেপ্ট হয়তো বোঝেনি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেককিছুই দেখেছি। আসলে এটি নিয়ে কোনো ধরনের মন্তব্য করতে চাই না।’ সূত্র: আজকের পত্রিকা অনলাইন

[৪] এদিকে এই নাটকে প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ব্যবহার করায় বিজ্ঞাপনী সংস্থা ‘লোকাল বাস এন্টারটেইনমেন্ট’-কে আইনি নোটিশও পাঠিয়েছে ওয়ালটন। নাটকটিতে ভুলবশত তাদের বিজ্ঞাপন প্রচারিত হয়েছে দাবি করে দুঃখ প্রকাশ করেছে ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানায় তারা।

[৫] ‘রূপান্তর’ নাটকে গল্পটি মূলত একজন তরুণ চিত্রশিল্পীকে ঘিরে। যিনি শৈশবে ট্রেন দুর্ঘটনায় হারিয়েছেন পরিবারের সদস্যদের। যার ফলে তিনি জানতেই পারেননি তার বাবা-মা কে কিংবা কোন ধর্মের মানুষ। বড় হয়েছেন অনাথ আশ্রমে। বড় হয়ে হয়েছেন চিত্রকর। পেয়েছেন খ্যাতিও। এর মধ্যে একজন ধনীর দুলালী তার আঁকায় মুগ্ধ হয়ে প্রেমে পড়েন। বিয়ের জন্য পারিবারিকভাবে প্রস্তাব দেওয়া হয় শিল্পীকে। কিন্তু তিনি জানিয়ে দেন, তার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। এরপর চিকিৎসকের মাধ্যমে জানা যায়, তিনি আসলে একটি হরমোনজনিত বিরল জটিলতায় ভুগছেন। তিনি দেখতে পুরুষের মতো হলেও মানসিকভাবে তিনি একজন নারী।

[৬] ইউটিউবে মুক্তি পাওয়া নাটকটি নিয়ে ১৬ এপ্রিল সকাল থেকে ইন্টারনেটে চলছে তুলকালাম। দিনজুড়ে অন্তত শতাধিক পোস্ট ও লাখো প্রতিক্রিয়া মিলেছে নাটকটির বিরুদ্ধে। বয়কটের ডাক এসেছে এর অভিনেতা জোভান ও স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটনের বিরুদ্ধেও। সামাজিক যোগাযোগমাধ্যমে বলা হচ্ছে ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে নাটকটি বানানো হয়েছে। আরেকটি পক্ষ বলছে ট্রান্সজেন্ডার ইস্যুকে কেন্দ্র করে না জেনেই পরিচালক মনগড়া কথা বলছেন। অন্য একটি পক্ষ দাবি করছে, ট্রান্সজেন্ডার কনসেপ্টকে প্রচার করা হচ্ছে। সম্পাদনা: কামরুজ্জামান

এসসিডি/কে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়