শিরোনাম
◈ রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা আইনের আওতায় আনার পক্ষে রাজনৈতিক দলগুলো ◈ দুদকের অনুসন্ধানের জালে এনবিআরের আরও ৫ কর্মকর্তা ◈ গুমে সেনা সদস্যদের সংশ্লিষ্টতা থাকলে ব্যবস্থা: সেনাসদর (ভিডিও) ◈ ইতালির নাগরিক তাবেলা হত্যা : ৩ জনের যাবজ্জীবন, ৪ জন খালাস ◈ পরিবর্তন অনিবার্য, আর কাউকে ক্ষমা করা হবে না: নাহিদ ইসলাম ◈ এবার তারেক রহমান ও মির্জা ফখরুলকে ফেসবুকে ট্যাগ করে যা বললেন সারজিস ◈ সৌদি আরবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ‘থাড’ স্থাপন হলো ◈ টেলিকম নীতিমালায় সরকারের তড়িঘড়ি সিদ্ধান্তে উদ্বেগ বিএনপির, স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক আলোচনার দাবি ◈ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ: আলোচনায় একাধিক বিকল্প ◈ ফলকার টুর্ককে অবাঞ্ছিত ঘোষণা করল ভেনেজুয়েলার পার্লামেন্ট

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২৪, ০৮:৫৭ রাত
আপডেট : ০১ এপ্রিল, ২০২৪, ০৮:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমাকে পুরো বিশ্ব চেনে: নিপুণ 

নিপুণ আক্তার

শিমুল চৌধুরী ধ্রুব: [২] ক্যরিয়ারের শুরুতে নায়িকা হিসেবে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন নিপুণ আক্তার। ঝুলিতে রয়েছে একাধিক জনপ্রিয় সিনেমা। তবে আজ আর সেই দিন নেই। তার সবশেষ মুক্তিপ্রাপ্ত ‘সুজন মাঝি’ সিনেমার ভরাডুবি যেন তাই বলে গেছে। 

[৩] অবশ্য নিপুণও এখন অভিনয় নিয়ে অতটা ব্যস্ত না যতটা ব্যস্ত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে। আসন্ন নির্বাচনে নিজের অবস্থান ধরে রাখতে আটঘাট বেঁধে নামছেন। এ নিয়ে গণমাধ্যমেও কথা বলতে হচ্ছে বিভিন্ন সময়। তারই এক পর্যায়ে নিপুণ জানালেন তাকে এখন পুরো বিশ্ব চেনে। 

[৪] তিনি বলেন, ‘বিএফডিসির জন্য আমাকে আজ পুরো বিশ্ব চেনে। এখান থেকে আমি অনেক কিছু পেয়েছি। এ নিয়ে আমার মনে কোনো ধরনের আক্ষেপ নেই। আর আমার কাছে যেটা মনে হয়, এই নির্বাচনটা আমার খুব প্রয়োজন। কারণ, শিল্পীদের স্বার্থ রক্ষা পায়।’

[৫] শিল্পী সমিতির নির্বাচনে নিপুণ-মাহমুদ কলি এক প্যানেল থেকে নির্বাচন করছেন। তবে গুঞ্জন উঠেছিল, সভাপতি পদে কলির প্রার্থিতা নিয়ে রয়েছে সংশয়। এ প্রসঙ্গে নিপুণ বলেন, ‘যারা আজীবন সদস্য তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না, এই নিয়ম রয়েছে। কিন্তু নিয়ম হলো, যিনি নির্বাচন করবেন তাকে আজীবন সদস্যপদ বাতিল চেয়ে আবেদন করতে হবে এবং তাকে চাঁদা পরিশোধ করতে হয়। এখানে আমার সভাপতি প্রার্থী সেসব নিয়ম পালন করেছেন।’

[৬] এদিকে বিদায়ী কমিটিতে নিপুণের সঙ্গে ছিলেন এমন শিল্পীদের কেউ কেউ বিপক্ষে কথা বলছেন। তুলছেন বিস্তর অভিযোগ। বিষয়টি নিয়েও কথা বলেছেন নায়িকা। তিনি বলেন, ‘নির্বাচন করতে গিয়ে এ পর্যন্ত আমাকে নিয়ে গীবত গাওয়া ছাড়া অন্য কোনো ধরনের বাধা পাইনি। এখন দেখতে পাচ্ছি শিল্পীদের ইফতার খাইয়ে-খাইয়ে আমার নামে বদনাম করা হচ্ছে। কিন্তু বুঝতে পারছি না যে―কেনই বা ইফতার খাওয়াচ্ছেন, আর কেনই বা আমাকে নিয়ে তারা বদনাম করছেন।’

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়