শিরোনাম
◈ হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ ◈ নির্বাচন ও গণভোট সামনে রেখে ৮ সিদ্ধান্ত বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইসির চিঠি ◈ তাহেরির মাহফিল বন্ধ করেছে উপজেলা প্রশাসন, জানা গেল কারণ ◈ সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের উদ্দেশ্যপ্রণোদিত বর্ণনা প্রত্যাখ্যান বাংলাদেশের ◈ নির্বাচনকে সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ এনসিপি ও এলডিপি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে: জামায়াত আমির (ভিডিও) ◈ তারেকের প্রত্যাবর্তন বহুত্ববাদ ও কর্তৃত্ববাদী চক্রের জন্যে পরীক্ষা   ◈ বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামীসহ ৮ দলীয় জোট ◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দোর মাইলফলকের ম্যাচে জোড়া গোল ◈ দুই মামলায় ১৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন আখতার হোসেন

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২৪, ০৮:৫৭ রাত
আপডেট : ০১ এপ্রিল, ২০২৪, ০৮:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমাকে পুরো বিশ্ব চেনে: নিপুণ 

নিপুণ আক্তার

শিমুল চৌধুরী ধ্রুব: [২] ক্যরিয়ারের শুরুতে নায়িকা হিসেবে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন নিপুণ আক্তার। ঝুলিতে রয়েছে একাধিক জনপ্রিয় সিনেমা। তবে আজ আর সেই দিন নেই। তার সবশেষ মুক্তিপ্রাপ্ত ‘সুজন মাঝি’ সিনেমার ভরাডুবি যেন তাই বলে গেছে। 

[৩] অবশ্য নিপুণও এখন অভিনয় নিয়ে অতটা ব্যস্ত না যতটা ব্যস্ত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে। আসন্ন নির্বাচনে নিজের অবস্থান ধরে রাখতে আটঘাট বেঁধে নামছেন। এ নিয়ে গণমাধ্যমেও কথা বলতে হচ্ছে বিভিন্ন সময়। তারই এক পর্যায়ে নিপুণ জানালেন তাকে এখন পুরো বিশ্ব চেনে। 

[৪] তিনি বলেন, ‘বিএফডিসির জন্য আমাকে আজ পুরো বিশ্ব চেনে। এখান থেকে আমি অনেক কিছু পেয়েছি। এ নিয়ে আমার মনে কোনো ধরনের আক্ষেপ নেই। আর আমার কাছে যেটা মনে হয়, এই নির্বাচনটা আমার খুব প্রয়োজন। কারণ, শিল্পীদের স্বার্থ রক্ষা পায়।’

[৫] শিল্পী সমিতির নির্বাচনে নিপুণ-মাহমুদ কলি এক প্যানেল থেকে নির্বাচন করছেন। তবে গুঞ্জন উঠেছিল, সভাপতি পদে কলির প্রার্থিতা নিয়ে রয়েছে সংশয়। এ প্রসঙ্গে নিপুণ বলেন, ‘যারা আজীবন সদস্য তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না, এই নিয়ম রয়েছে। কিন্তু নিয়ম হলো, যিনি নির্বাচন করবেন তাকে আজীবন সদস্যপদ বাতিল চেয়ে আবেদন করতে হবে এবং তাকে চাঁদা পরিশোধ করতে হয়। এখানে আমার সভাপতি প্রার্থী সেসব নিয়ম পালন করেছেন।’

[৬] এদিকে বিদায়ী কমিটিতে নিপুণের সঙ্গে ছিলেন এমন শিল্পীদের কেউ কেউ বিপক্ষে কথা বলছেন। তুলছেন বিস্তর অভিযোগ। বিষয়টি নিয়েও কথা বলেছেন নায়িকা। তিনি বলেন, ‘নির্বাচন করতে গিয়ে এ পর্যন্ত আমাকে নিয়ে গীবত গাওয়া ছাড়া অন্য কোনো ধরনের বাধা পাইনি। এখন দেখতে পাচ্ছি শিল্পীদের ইফতার খাইয়ে-খাইয়ে আমার নামে বদনাম করা হচ্ছে। কিন্তু বুঝতে পারছি না যে―কেনই বা ইফতার খাওয়াচ্ছেন, আর কেনই বা আমাকে নিয়ে তারা বদনাম করছেন।’

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়