শিরোনাম
◈ তাপপ্রবাহ চলছে দেশজুড়ে, স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস ◈ রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইনের সংশোধন, গেজেট প্রকাশ ◈ বাংলাদেশের কাছে লিখিত প্রস্তাব চায় যুক্তরাষ্ট্র, তারপর আলোচনা শুরু ◈ আ. লীগের কার্যক্রম বন্ধ হচ্ছে অনলাইনেও, পেজ বন্ধে চিঠি দেবে বিটিআরসি ◈ ভারত-পাকিস্তানের সঙ্গে কাশ্মীর সমস্যা সমাধানে কাজ করব: ট্রাম্প ◈ আবারও শাহবাগ অবরোধ করেছেন জুলাই গণ-অভ্যুত্থানের আহতরা ◈ গেজেট প্রকাশের পরই আ. লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: সিইসি ◈ লড়াই রা‌তে, জিত‌লে বা‌র্সেলোনা চ্যাম্পিয়ন ◈ পরিবারে মা হচ্ছেন এক বিস্ময়কর প্রতিষ্ঠান, খালেদা জিয়াকে নিয়ে আবেগঘন বার্তা তারেক রহমানের ◈ পাকিস্তানের শক্ত জবাবেই যুদ্ধবিরতি করতে যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হয় ভারতঃ সিএনএনের সাংবাদিক (ভিডিও)

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৩, ১০:০৩ রাত
আপডেট : ২২ নভেম্বর, ২০২৩, ০১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এ পর্যন্ত ৩২ জন আসতে চেয়েছে 

আন্তর্জাতিক নির্বাচক পর্যবেক্ষকদের আবেদনের সময় ৭ ডিসেম্বর পর্যন্ত

এম এম লিংকন: [২] বিদেশি পর্যবেক্ষক সংস্থাগুলো সময় বৃদ্ধির আবেদন করায়  তাদের আবেদনের পরিপেক্ষিতে সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

[৩] মঙ্গলবার (২১ নভেম্বর) ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ঢাকায় বিভিন্ন দেশের দূতাবাস ও হাই কমিশনের কাছে আবেদন আহ্ববানের সময় বৃদ্ধির বিষয়টি অবহিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

[৪] এদিকে সোমবার ৩৪টি দেশ ও চারটি সংস্থার প্রধানকে নির্বাচন পর্যবেক্ষণের আমন্ত্রণ জানান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিুল আউয়াল। এই সংস্থাগুলোর কর্মকর্তাদের মধ্যে রয়েছেন দ্য এ্যাসোশিয়েসন অব ওয়াল্ড  ইলেকশান বডিজের ( এডব্লিউইবি) চেয়ারপারসন, ম্যানেজমেন্ট বডিজ অব সাউথ এশিয়া কাউন্ট্রিজের (ফেমবোসা) মহাসচিব, সার্কের মহাসচিব এবং ওআইসির মহাসচিব। এছাড়া, পৃথিবীর বিভিন্ন দেশের নির্বাচন সংশ্লিষ্ট কাজে জড়িতদের ভোট পর্যবেক্ষণের আমন্ত্রণও জানিয়েছে ইসি। দেশগুলোর মধ্যে রয়েছে- ভারত, চীন, জাপান এবং সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান, রাশিয়া এবং দক্ষিণ কোরিয়া। 

[৫] এক প্রশ্নের জবাবে অশোক কুমার দেবনাথ বলেন, বিদেশী পর্যবেক্ষকদের আবেদন যাচাই-বাছাই করে তা ১৫ ডিসেম্বরের মধ্যে তালিকা চূড়ান্ত করবে কমিশন। 

[৬] কোন কোন বিদেশী সংস্থা নির্বাচন পর্যবেক্ষনে আসতে চেয়েছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, চারটি সংস্থার মধ্যে আফ্রিকান ইলেকটরাল থেকে ১১ জন সাউথ এশিয়ান ডেভলপমেন্ট ফোরামের চার জন, আইআরআই ৫ জন এবং ইইউ থেকে চার নির্বাচন পর্যবেক্ষণে আসবে। 

[৭] অতীতের তুলনায় পর্যবেক্ষণে সাড়া মিলেছে কি ?  এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ভালো সাড়া পেয়েছি। ব্যক্তি হিসেবে ও সংস্থা হিসেবে আমাদের নির্বাচন পর্যবেক্ষণে অনেকে আসবে। সম্পাদনা: তারিক আল বান্না

  • সর্বশেষ
  • জনপ্রিয়