শিরোনাম
◈ পিআর পদ্ধতি কী, কেন প্রয়োজন ও কোন দেশে এই পদ্ধতি চালু আছে?" ◈ ইসরায়েলি হামলায় ৪৩৭ ফুটবলারসহ ৭৮৫ ফিলিস্তিনি ক্রীড়াবিদের মৃত্যু ◈ পশ্চিম তীরে দখলদার ইসরায়েলিদের সাথে তাদেরই সেনা জড়ালো সংঘর্ষে! (ভিডিও) ◈ আমদানি-রপ্তানিতে এনবিআরের নতুন নিয়ম: বাধ্যতামূলক অনলাইন সিএলপি দাখিল ◈ জুলাই স্মরণে শহীদ মিনারে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন (ভিডিও) ◈ জুলাই বিদ্রোহ: কোটা সংস্কার থেকে গণঅভ্যুত্থান ◈ ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা বললেন আমিনুল ইসলাম বুলবুল ◈ ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার পদে মনোনয়ন পেলেন ১৬৯০ জন ◈ ১৮ জুলাই নতুন দিবস ঘোষণা ◈ ডিসি-এসপি কমিটি ও ইভিএম বাদ, ভোটকেন্দ্র স্থাপনে নতুন নীতিমালা জারি করলো ইসি

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৩, ০২:২৫ দুপুর
আপডেট : ০৩ আগস্ট, ২০২৩, ০৭:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিগগিরই নির্বাচনে পর্যবেক্ষক সংস্থা চূড়ান্ত করা হবে: ইসি আলমগীর

ইসি আলমগীর

জেরিন আহমেদ: [২] জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিগগিরই পর্যবেক্ষক সংস্থা চূড়ান্ত করা হবে। প্রাথমিক বাছাইয়ে ৯২টি আবেদন রাখা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। বুধবার (২ আগস্ট) নির্বাচন ভবনে নিজ দফতরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। সূত্র: যমুনা টিভি/ ইত্তেফাক অনলাইন

[৩] মোহাম্মদ আলমগীর বলেন, কেউ রাজনৈতিক দলের পদে থাকলে পর্যবেক্ষক হিসেবে নিবন্ধন দেয়া হবে না। তবে রাজনৈতিক পদ থেকে সরে দাঁড়ালে আপত্তি থাকবে না ইসির। জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে বিদেশি পর্যবেক্ষকদের আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। তবে বিতর্কিত নয়, এমন অভিজ্ঞ বিদেশিদের পর্যবেক্ষণে আসার আমন্ত্রণ জানান তিনি।

[৪] তবে ইসির পক্ষে বিদেশিদের যাচাই-বাছাই সম্ভব নয় উল্লেখ করে এই নির্বাচন কমিশনার বলেন, আসছে জাতীয় নির্বাচনের আগে পর্যবেক্ষক নিবন্ধন পেতে দুই শতাধিক আবেদন পড়েছে ইসিতে। 

[৫] একটি পর্যবেক্ষক সংস্থার আমন্ত্রণে বাংলাদেশ সফর করেছেন যুক্তরাষ্ট্র ও জাপানসহ কয়েকটি দেশের নির্বাচন পর্যবেক্ষক। নির্বাচন কমিশনসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রীদের সঙ্গে বৈঠকও করেন তারা। কিন্তু পর্যবেক্ষক হিসেবে তাদের অভিজ্ঞতা নেই বলে বিভিন্ন গণমাধ্যমে প্রশ্ন উঠেছে।

[৬] এমন প্রেক্ষাপটে ইসি আলমগীর বলেন, কোনও সংস্থাকে নাম ধরে ডেকে এনে দাওয়াত দেওয়া হয় না। আমরা ওপেন বলি যে আপনারা আসেন। আমরা যেটা চাইবো, সেটা হলো নির্বাচন পর্যবেক্ষণ করার যাদের অভিজ্ঞতা আছে এবং পৃথিবীর বিভিন্ন দেশের নির্বাচন যারা পর্যবেক্ষণ করেছেন, সেটা ব্যক্তি হোক আর সংস্থা হোক, এই ধরনের তারাই যেন আসেন।

[৭] নির্বাচন কমিশনার বলেন, তারা সঠিকভাবে নির্বাচনটা পর্যবেক্ষণ করতে পারবেন এবং বিশ্লেষণ করতে পারবেন। এখন যাদের অভিজ্ঞতা নেই, তাদের বিষয়টা পররাষ্ট্র মন্ত্রণালয় দেখবে। আমাদের সঙ্গে যারাই আলোচনা করতে চায়, তাদেরই আমরা সময় দিই। 

[৮] বিভিন্ন দেশের কূটনীতিকরা নির্বাচন নিয়ে তৎপরতা দেখাচ্ছে। এতে কোনও চাপ অনুভব করছেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সত্য কথা যেটা হলো, অনেক সময় সিইসি, কখনও কখনও কমিশনের সঙ্গে তারা কথা বলেন। তারা নির্বাচনপ্রক্রিয়া, আইনবিধি ইত্যাদি সম্পর্কে জানতে চান। এ ছাড়া তারা আর কিছু বলেন না। এতে তো চাপের কোনও সুযোগ নেই। অনুভবই করবো কোত্থেকে? 

জেএ/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়