শিরোনাম
◈ ভুয়া ভিডিও শেয়ার করে দুঃখ প্রকাশ ভারতীয় সাংবাদিকের ◈ যুদ্ধবিরতির পর প্রথম সেনা বৈঠকে ভারত-পাকিস্তানের গুলি না চালানোর অঙ্গীকার, সীমান্ত থেকে সেনা কমানোর সিদ্ধান্ত ◈ যে কৌশলে ভারত-পাকিস্তান পরমাণু যুদ্ধ থামিয়েছেন, জানালেন ট্রাম্প ◈ হামজা চৌধুরীর দুর্দান্ত পারফর‌মেন্স, ফাইনালে শেফিল্ড ইউনাইটেড ◈ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈদ্যুতিক শাটল গাড়ি চালু ◈ ভারতের যুদ্ধবিমান ধ্বংস করা কে এই আয়েশা ফারুক? ◈ গার্ডিয়ান থেকে বিবিসি; পশ্চিমা গণমাধ্যম কীভাবে ইসরাইলি অপরাধকে স্বাভাবিক হিসেবে প্রচার করে? ◈ রংপুর রাইডার্স এবা‌রো‌ গ্লোবাল সুপার লি‌গে অংশ নি‌চ্ছে ◈ রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন আলোনসো ◈ রিয়াল মাদ্রিদ ছেড়ে আনচেলত্তি ব্রা‌জি‌লের প্রধান কো‌চের দা‌য়িত্ব নে‌বেন ২৬ মে

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৩, ০৫:১৯ বিকাল
আপডেট : ০১ এপ্রিল, ২০২৩, ১২:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় নির্বাচনে আদৌ ইভিএম ব্যবহার হবে কি না সংশয়ে কাজী আউয়াল কমিশন 

  • সর্বোচ্চ ১০ দিনের মধ্যে ইভিএম মেরামত বাবদ বরাদ্দের নিশ্চয়তা লাগবে ১২৬০ কোটি টাকার 
  • আপাতত পাঁচ সিটির ভোট ইভিএমে করতে পারবে ইসি
  • বিএমটিএফের কাছে বকেয়ার কারণে বন্ধ আছে জাতীয় স্মার্টকার্ড ছাপানো 

এম এম লিংকন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে ইভিএমের সর্বোচ্চটা ব্যবহার করতে চাইছে কাজী হাবিবুল আউয়াল কমিশন। এই সব মেশিন সরবরাহ ও মেরামতকারী প্রতিষ্ঠান বিএমটিএফ জানিয়েছে ইসির হাতে থাকা ইভিএমগুলা মেরামত করতে সময় লাগবে ছয় মাস এবং মোট খরচ পড়বে প্রায় ১২৬০ কোটি টাকা। কিন্তু ইসি বলছে, মেরামত বাবদ এই ১২৬০ কোটি টাকা পাওয়ার নিশ্চয়তা এখনও পায়নি তারা। তবে, ২৩ মে থেকে ২৯ জুনের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া দেশের পাঁচটি সিটির ভোট আপাতত ইভিএমে নেয়ার সক্ষমতা আছে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটির। 

এদিকে ইসি সূত্রে জানা যায়, সম্প্রতি ১১৪ কোটি টাকা বকেয়া থাকার কারণে প্রায় দেড় মাস ধরে নাগরিকদের অত্যন্ত প্রয়োজনীয় স্মার্টকার্ড ছাপানো কার্যক্রম বন্ধ রেখেছে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ)। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্মার্টকার্ড প্রত্যাশীদের। ইভিএম রক্ষণাবেক্ষণ, গুদাম ভাড়া এবং জাতীয় পরিচয়পত্র স্মার্টকার্ড মুদ্রণ বাবদ এই টাকা পাবে বিএমটিএফ।

ইসি বলছে, ১ লাখ ১০ হাজার ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) মেরামত করতে হবে ইসিকে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের হাতে আর সময় আছে প্রায় নয় মাস। সেখানে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ) নির্বাচনের মাত্র তিন মাস আগে মেরামত সম্পূর্ন করে ইভিএমগুলো দিতে পারবে কমিশনকে। সেক্ষেত্রে আর মাত্র সর্বোচ্চ ১০ দিনের মধ্যে অর্থ মন্ত্রণালয় থেকে টাকা পাওয়ার নিশ্চয়তা না পেলে জাতীয় নির্বাচনের কোন আসনে ইভিএম ব্যবহার করার নিশ্চয়তা থাকছে না ইসির। 

২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএমটিএফের কাছে দেড় লাখ ইভিএম মেশিন কিনেছিল তৎকালীন কেএম নূরুল হুদা কমিশন। এই সব ইভিএম মেশিনের এক বছর গ্যারেন্টি ও পাঁচ বছরের ওয়ারেন্টি দিয়েছিল বিএমটিএফ। সে অনুযায়ী এই প্রকল্পের মেয়াদ শেষ হতে যাচ্ছে জুলাইয়ে। এই জন্য এই প্রকল্পের এক বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। 

ইভিএম প্রকল্প পরিচালক কর্নেল রাকিবুল হাসান আমাদের সময় ডট কমকে বলছেন, আপাতত ২০ হাজারের মতো ইভিএম এই মহুর্তে সচল আছে। যা দিয়ে পাঁচটি সিটির ভোট সম্পূর্ন করা সম্ভব। কিন্তু এসব মেশিন আবার মেরামত না করলে আবার কখন যে নষ্ট হয় সেটাও বলা যানে না। কারন এই সব মেশিনের বয়স পাঁচ বছর অতিক্রম করতে যাচ্ছে। এই মহুর্তে এগুলো পুনরায় ভালোভাবে মেরামত করলে আরো কয়েক বছর ব্যবহার করার নিশ্চয়তা থাকতো। 

এই বিষয়ে নির্বাচন কমিশন বলছে, টাকা বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। আমরা অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। ইতোমধ্যে কয়েকজন কমিশনার বলেছেন, সময়ের মধ্যে টাকা পাওয়ার নিশ্চয়তা না পেলে আমরা নিজেরা বসে সিদ্ধান্ত নিবো ইভিএম আদৌ ব্যবহার হবে কি না। 

এমএল/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়