শিরোনাম
◈ ৩০ জুলাইয়ের মধ্যে একটি যৌক্তিক জায়গায় পৌঁছাতে চায় কমিশন :  অধ্যাপক আলী রীয়াজ  ◈ বাংলাদেশিদের ভিসা জটিলতা বাড়ছে: শিক্ষার্থী, চিকিৎসক ও ভ্রমণকারীদের ভোগান্তি চরমে! ◈ পাকিস্তানি অভিনেত্রী হুমাইরার ময়নাতদন্তে ভয়ঙ্কর সব তথ্য ◈ অর্থের বিনিময়ে ৬ বছরের শিশুকে বিয়ে: তালেবান প্রশাসনের হস্তক্ষেপে আপাতত রক্ষা! ◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২৫, ০৯:১১ রাত
আপডেট : ১২ জুলাই, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইভিএমের অধ্যায় শেষ হলো স্থানীয় নির্বাচন থেকেও

জাতীয় সংসদ নির্বাচনের পর এবার স্থানীয় সরকার নির্বাচনেও ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের পথ থেকে পুরোপুরি সরে এসেছে নির্বাচন কমিশন (ইসি)। ২০২৫ সালের ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা জারি করে ইসি জানিয়েছে, স্থানীয় সরকার নির্বাচনগুলোতে ইভিএমের জন্য কোনো ভোট কক্ষ থাকছে না। 

স্থানীয় সরকার নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫ জারি করে এমন সিদ্ধান্তে এসেছে কমিশন। গত ২৬ জুন নীতিমালার গেজেট করা হলেও বৃহস্পতিবার (৩ জুলাই) প্রকাশ করে সংস্থাটি।

ইসির এক কর্মকর্তা জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০২৩ সালের করা নীতিমালায় ইভিএমে ভোটদানের জন্য পৃথক ভোটকক্ষ স্থাপনের বিধান ছিল, যা এবারের নীতিমালা থেকে বাদ দেওয়া হয়েছে। যার সংসদ নির্বাচনের সঙ্গে সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে ইলেকট্রনিক ভোটিং মেশিনের জন্য (ইভিএম) রাখা হবে না কোনো ভোটকক্ষ। 

২০১৮ সালের সংসদ নির্বাচনের আগে হঠাৎ করে দেড় লাখ ইভিএম কেনে নির্বাচন কমিশন। তবে পাঁচ বছরের মধ্যে এক লাখ ২০ হাজার মেশিন অচল হয়ে পড়ে। সেগুলো মেরামতের জন্য নতুন প্রকল্প চাইলেও সরকার তা অনুমোদন দেয়নি। অর্থ ছাড়াই মেয়াদ বাড়ানোর চেষ্টা করলেও সেটিও নাকচ হয়। ফলে চলতি বছর প্রকল্পটি বাতিল করে ইসি। এ নিয়ে দুর্নীতি দমন কমিশন তদন্ত শুরু করেছে এবং ইসির ছয়জন কর্মকর্তাদের তলব করে বক্তব্যও নিয়েছে।

এদিকে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা, ২০২৫’ জারি করে ইভিএম ও ভোটকেন্দ্র স্থাপনে ডিসি, এসপি, ইউএনও, ওসির সমন্বয়ে কমিটি বাদ দিয়েছে সংস্থাটি। আর ভোট কেন্দ্র স্থপনে রাখা হয়েছে ইসির কর্মকর্তাদের। অন্যসব নীতি প্রায় আগের মতোই আছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়