শিরোনাম
◈ অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করলো-বিসিবি ◈ আজ ঘরে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক ◈ মৃত্যুদণ্ডপ্রাপ্তদের কনডেম সেল নিয়ে  রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ ◈ নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বিএনপি নেতা আলাল ◈ মার্কিন স্যাংশন-ভিসানীতি কেয়ার করি না: কাদের ◈ ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ◈ মধ্য গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ১৪ ◈ অন্যকে দিয়ে সাজা খাটানো সেই যুবলীগ নেতা নাজমুল কারাগারে ◈ দলীয় বিভাজন ভুলে রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান মির্জা ফখরুলের ◈ শহীদ মিনারে হায়দার আকবর খান রনোকে গার্ড অব অনার, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:৫৬ রাত
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রোঞ্জ পদক জিতলেন দুই জবি শিক্ষার্থী 

আন্তঃবিশ্ববিদ্যালয় জুডো প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন জবির আকিব

জবি প্রতিনিধি: [২] আন্তঃবিশ্ববিদ্যালয় জুডো প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আকিব হায়দার ইমন। তিনি বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ফাইনাল রাউন্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগীকে হারিয়ে স্বর্ণপদক জিতেন আকিব। 

[৩] বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের জিমনেশিয়ামে আন্তঃবিশ্ববিদ্যালয় জুডো প্রতিযোগিতা-২০২৪ এর উদ্ধোধনী অনুষ্ঠান আয়োজিত হয়। ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রতিযোগিতা উদ্ধোধন করেন। 

[৪] প্রতিযোগিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আরও দুইজন শিক্ষার্থী ব্রোঞ্জ পদক পান। ফাইনাল রাউন্ড শেষে বিকালে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ঢাবির উপ-উপাচার্য (প্রশাসন) ও স্পোর্টস বোর্ডের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।

[৫] স্বর্ণপদকজয়ী আকিব হায়দার ইমন বলেন, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হয়ে প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয়ে জুডো প্রতিযোগিতায় খেলতে পেরে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করতে পেরে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি। আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  সাদেকা হালিম ম্যামকে। আমি ম্যামকে গিয়ে জানাই আমি খেলাটি খেলতে চাই। তখন তিনি আমাকে ডেকে বলেছেন খেলাটি হবে এবং আশা করি তুমি ভালো করবে। আল্লাহর অশেষ রহমতে ভালো কিছুই হয়েছে।

[৬] তিনি আরও বলেন, আমি যখন স্বর্ণপদক পাই তখন মনে হয়েছিল আমার মা-বাবার দোয়া কাজে লেগেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবারের প্রতি আমি কৃতজ্ঞ।

[৭] জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক ড. জি এম আল-আমিন বলেন, নানা রকম সীমাবদ্ধতার মধ্যেও শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে অর্জন করে যাচ্ছে। ক্রীড়াক্ষেত্রে শিক্ষার্থীরা আরও বেশি সফল তুলনামূলকভাবে। জুডো প্রতিযোগিতায় একজন শিক্ষার্থী স্বর্ণপদক ও দুইজন ব্রোঞ্জ পদক জিতেছেন৷ আমাদের জন্য এটি গর্বের বিষয়। শিক্ষার্থীদের সংকটগুলো কাটানোর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সচেষ্ট। শিক্ষার্থীরা আরও সফল হবে বলে প্রত্যাশা করছি৷

  • সর্বশেষ
  • জনপ্রিয়