শিরোনাম
◈ দেশের বাজারে কমলো স্বর্ণের দাম, আজ থেকে নতুন দরে বিক্রি ◈ সকাল ৬টায় ঢাকায় ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত ◈ গভীর রাতে নোয়াখালীর সোনাপুরে বিআরটিসি ডিপোতে ২ বাসে আগুন ◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৩, ১০:২৩ রাত
আপডেট : ১১ ডিসেম্বর, ২০২৩, ১০:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বশেফমুবিপ্রবির সিন্ডিকেটে সদস্য হলেন জবি অধ্যাপক মিজানুর রহমান 

অপূর্ব চৌধুরী, জবি: [২] বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেফমুবিপ্রবি) জামালপুর-এর সিন্ডিকেটে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।

[৩] সোমবার (১১ ডিসেম্বর) বিষয়টি জানান ড. মো. মিজানুর রহমান। এর পূর্বে গত ২৯ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনেও বিষয়টি জানানো হয়। 

[৪] প্রজ্ঞাপনে বলা হয়, আগামী দুই বছরের জন্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বশেফমুবিপ্রবির সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। 

[৫] এ বিষয়ে জবি অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, আমি প্রথমবারের মতো সিন্ডিকেট সদস্য মনোনীত হয়েছি। বিশ্ববিদ্যালয়টির শিক্ষার গুণগত মানোন্নয়নে আমি সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করবো।

[৬] প্রসঙ্গত, অধ্যাপক ড. মো. মিজানুর রহমানের সাথে আরও দুই শিক্ষককে বশেফমুবিপ্রবির সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে একই প্রজ্ঞাপনে। বাকি দুইজন হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের পরিচালক এবং বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. তোফাজ্জ্বল ইসলাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব ইনফরমেশন এন্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. জেরিনা বেগম। সম্পাদনা: এ আর শাকিল
 
প্রতিনিধি/এআরএস

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়