শিরোনাম
◈ পূর্বাচল প্লট মামলায় শেখ হাসিনা পরিবারের ভাগ্য নির্ধারণ আজ ◈ এনসিপিসহ চার দলের নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ বৃহস্পতিবার ◈ যেসব স্বর্ণ মিলল শেখ হাসিনার লকারে, দেখুন ছবিতে ◈ একই দিনে নির্বাচন–গণভোট: জানুন সরকারের দেওয়া ৮ গুরুত্বপূর্ণ তথ্য ◈ আর্থিক দুরবস্থায় একীভূত হওয়া ৫ ব্যাংকে বেতন–ভাতা কমছে ◈ প্রতিদিন গড়ে প্রায় ৬ কোটি ৬৮ লাখ ডিম উৎপাদিত হচ্ছে ◈ হংকং-এ আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ আগুন, প্রাণহানি ১৩, চারদিকে আতঙ্ক! (ভিডিও) ◈ শক্তিধর মালয়েশিয়ার বিরু‌দ্ধে লড়াই করে হারলো বাংলাদেশের মে‌য়েরা   ◈ নিউইয়র্কে মূলধারার রাজনীতিতে সাফল্যের স্বীকৃতি, মেয়র মামদানির ট্রানজিশন টিমে ১২ বাংলাদেশি   ◈ জাতীয় দল নির্বাচক‌দের প্রতি গুরুতর অ‌ভি‌যোগ আন‌লেন অধিনায়ক লিটন দাস

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৩, ১০:২৩ রাত
আপডেট : ১১ ডিসেম্বর, ২০২৩, ১০:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বশেফমুবিপ্রবির সিন্ডিকেটে সদস্য হলেন জবি অধ্যাপক মিজানুর রহমান 

অপূর্ব চৌধুরী, জবি: [২] বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেফমুবিপ্রবি) জামালপুর-এর সিন্ডিকেটে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।

[৩] সোমবার (১১ ডিসেম্বর) বিষয়টি জানান ড. মো. মিজানুর রহমান। এর পূর্বে গত ২৯ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনেও বিষয়টি জানানো হয়। 

[৪] প্রজ্ঞাপনে বলা হয়, আগামী দুই বছরের জন্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বশেফমুবিপ্রবির সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। 

[৫] এ বিষয়ে জবি অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, আমি প্রথমবারের মতো সিন্ডিকেট সদস্য মনোনীত হয়েছি। বিশ্ববিদ্যালয়টির শিক্ষার গুণগত মানোন্নয়নে আমি সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করবো।

[৬] প্রসঙ্গত, অধ্যাপক ড. মো. মিজানুর রহমানের সাথে আরও দুই শিক্ষককে বশেফমুবিপ্রবির সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে একই প্রজ্ঞাপনে। বাকি দুইজন হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের পরিচালক এবং বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. তোফাজ্জ্বল ইসলাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব ইনফরমেশন এন্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. জেরিনা বেগম। সম্পাদনা: এ আর শাকিল
 
প্রতিনিধি/এআরএস

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়