শিরোনাম
◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জীবনে মাইলফলক: ইসি সানাউল্লাহ ◈ ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে স্বর্ণের দামে বড় উত্থান ◈ যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী দেশে দেশে ছড়াতে পারে, বিজ্ঞানীদের সতর্কতা ◈ দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার ◈ কর্মী সংকটে হুমকির মুখে ব্রিটেনের ব্রিটিশ-বাংলাদেশি মালিকানাধীন ‘ইন্ডিয়ান’ রেস্টুরেন্ট শিল্প ◈ মব–গণপিটুনিতে জানুয়ারিতে নিহত বেড়ে দ্বিগুণ, বেড়েছে অজ্ঞাতনামা লাশ: এমএসএফের প্রতিবেদন ◈ মাসব্যাপী বাণিজ্য মেলায় বিক্রি ৩৯৩ কোটি টাকা ◈ আর্থিক ধসের মুখে জাতিসংঘ, সদস্য দেশগুলোকে গুতেরেসের জরুরি চিঠি ◈ পরবর্তী প্রধানমন্ত্রীর নতুন বাসভবনের স্থান চূড়ান্ত, কাজ শুরু শিগগির ◈ জাইমা রহমানকে সামনে এনে কী বার্তা দিচ্ছে বিএনপি

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৩, ১০:২৩ রাত
আপডেট : ১১ ডিসেম্বর, ২০২৩, ১০:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বশেফমুবিপ্রবির সিন্ডিকেটে সদস্য হলেন জবি অধ্যাপক মিজানুর রহমান 

অপূর্ব চৌধুরী, জবি: [২] বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেফমুবিপ্রবি) জামালপুর-এর সিন্ডিকেটে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।

[৩] সোমবার (১১ ডিসেম্বর) বিষয়টি জানান ড. মো. মিজানুর রহমান। এর পূর্বে গত ২৯ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনেও বিষয়টি জানানো হয়। 

[৪] প্রজ্ঞাপনে বলা হয়, আগামী দুই বছরের জন্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বশেফমুবিপ্রবির সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। 

[৫] এ বিষয়ে জবি অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, আমি প্রথমবারের মতো সিন্ডিকেট সদস্য মনোনীত হয়েছি। বিশ্ববিদ্যালয়টির শিক্ষার গুণগত মানোন্নয়নে আমি সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করবো।

[৬] প্রসঙ্গত, অধ্যাপক ড. মো. মিজানুর রহমানের সাথে আরও দুই শিক্ষককে বশেফমুবিপ্রবির সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে একই প্রজ্ঞাপনে। বাকি দুইজন হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের পরিচালক এবং বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. তোফাজ্জ্বল ইসলাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব ইনফরমেশন এন্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. জেরিনা বেগম। সম্পাদনা: এ আর শাকিল
 
প্রতিনিধি/এআরএস

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়