মো. বশির উদ্দিন, ডেমরা প্রতিনিধি: রাজধানীর ডেমরায় স্কুল ব্যাংকিংয়ে আগ্রহ বাড়াতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করেছে সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড ডেমরা শাখা। ব্যাংকের সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে ডেমরা হাজীনগরস্থ ঐতিহ্যবাহী হাজী মোয়াজ্জেম আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডেমরা শাখার ব্যবস্থাপক ও ভাইস প্রেসিডেন্ট কে এম বরকতুল হক ও কর্মকর্তা তাওহীদুল কবির। আরো উপস্থিত ছিলেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. আফতাব উদ্দিন চৌধুরী, সহকারী প্রধান শিক্ষকা নাজমা বেগম সহ প্রমুখ।
এ সময় অত্র স্কুলের প্রধান শিক্ষক বলেন, "সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সোস্যাল ইসলামী ব্যাংকের এমন উদ্যোগ প্রশংসনীয় যা আগামীতে সমৃদ্ধ জাতিগঠনে ভূমিকা রাখবে।"
ক্ষুদে শিক্ষার্থীদের 'ইয়াং স্টার' অবহিত করে পড়ালেখার পাশাপাশি সঞ্চয়ে উদ্ভুদ্ধ হয়ে দেশের অর্থনৈতিক কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহবান জানান ডেমরা শাখার ব্যবস্থাপক বরকতুল হক সরকার। উনি আরো বলেন, শিক্ষার্থীদের উচ্চশিক্ষা লাভে বিদেশ গমণেও পাশে থাকার আশবাদ ব্যক্ত করেন।
প্রতিনিধি/জেএ