মোস্তাক ইমন: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের(ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে ছাত্রী নির্যাতনের ঘটনায় শোকজের জবাব দিয়েছেন শাখা ছাত্রলীগের বহিষ্কৃত সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরাসহ পাঁচ অভিযুক্ত।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আনিচুর রহমান বলেন, বুধবার ছাত্র-শৃঙ্খলা কমিটির মিটিং ছিলো। এতে ছাত্রী নির্যাতনের ঘটনায় জড়িতদের জবাব উত্থাপন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, তাদের প্রত্যেকেকে চিঠি পাঠানো হয়েছে। আগামী ১২ তারিখ উপস্থিত হয়ে নিজেদের বক্তব্য উপস্থাপন করতে পারবে। এরপর কর্তৃপক্ষ পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। আজ কোর্টে তাদের শোকজের জবাবের কপি পাঠানো হয়েছে।
এর আগে, এ ঘটনায় অন্তরাসহ ৫ অভিযুক্তকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়। একইসঙ্গে তাদের বিষয়ে কেন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে না এ মর্মে শোকজ করা হয়। সম্পাদনা: মুরাদ হাসান
প্রতিনিধি/এমএইচ/একে
আপনার মতামত লিখুন :