শিরোনাম
◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা ◈ হাইকমিশনারকে হুমকি, নয়াদিল্লির প্রেস নোট প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ দেশের ৮ বিভাগে গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল গঠন, প্রজ্ঞাপন জারি ◈ এ কে খন্দকারের জানাজায় প্রধান উপদেষ্টার অংশগ্রহণ

প্রকাশিত : ২৬ মে, ২০২৩, ০৯:২১ রাত
আপডেট : ২৭ মে, ২০২৩, ০২:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিড়াল ছানা জবাই করে মারলেন ঢাবি শিক্ষার্থীরা!

ডেস্ক রিপোর্ট: সারা দেশ যখন গাজীপুর সিটি নির্বাচনের ভোট নিয়ে ব্যস্ত তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের কয়েকজন জবাই করে মারেন তিনটি বিড়াল ছানা। এই ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত তা জানা যায়নি।

শিক্ষার্থীদের একটি অংশ কিছুদিন ধরে ঢাবি’র বেশ কয়েকটি হলে বিড়াল নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। এরপরই একটি ছাত্রী হলে বিড়াল অপসারণের নোটিশও দেওয়া হয়। দেশরূপান্তর

ফেসবুকে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ’ এবং এ প্রতিষ্ঠানের বিভিন্ন শিক্ষার্থীর পোস্ট থেকে এ সংক্রান্ত নানা তথ্য পাওয়া গেছে।

শুক্রবার বিকেলে ‘ডিপার্টমেন্ট অব মেমেস, ঢাকা ইউনিভার্সিটি’ গ্রুপে একজন লেখেন, বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় বিড়ালছানাগুলোকে জসীমউদ্দিন হলের মাঠের উত্তরপাশে কারা যেন রেখে গিয়েছিল। রাতের দিকে বিড়াল ছানাগুলোকে জবাই করে বঙ্গবন্ধু হলের পুকুর পাড়ে ফেলে দিয়ে আসছে।

এ রকম নির্মমতা কোনো সুস্থ মানুষ করতে পারে না। যে সাইকোরা এই কাজ করেছে তাদের খুঁজে বের করা হোক। ওই পোস্টে আরো লেখা হয়, ‘বিড়াল ছানারা যদি এতই অতিষ্ঠ করে তাহলে দূরে কোথাও ফেলে দিয়ে আসুক। মেরে ফেলতে হবে কেন? তথ্যসূত্র: ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ।

‘অ্যানিমেল ওয়েলফেয়ার টিম অব ঢাকা ইউনিভার্সিটি পেজ’-এ আরো একটি মৃত বড় বেড়ালের ছবি শেয়ার করে বলা হয়, ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ওই বিড়ালটিকে হত্যা করা হয়।’

অপরদিকে, ঢাবি’র কয়েকটি হলে বিড়ালের সংখ্যা বেড়ে যাওয়ার অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট করেন শিক্ষার্থীদের একটা অংশ। তারা বলেন, বিড়ালের কারণে হলে তাদের বসবাস করতে সমস্যা হচ্ছে। বিড়াল যেখানে-সেখানে মলমূত্র ত্যাগ করছে। রুমের জানালা-দরজাও তাদের কারণে বন্ধ রাখতে হয়। তবে এভাবে বিড়াল হত্যা ও নিধনের বিষয়ে আপত্তি তুলেছেন অনেকে। তারা বিড়াল হত্যাকে অমানবিক কাজ বলে অভিহিত করেছেন।

এ ছাড়া বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল কর্তৃপক্ষ বিড়াল অপসারণের একটি নোটিশ দেয় বলেও ফেসবুকে জানা গেছে।

ওই নোটিশে বলা হয়, ‘জরুরি বিজ্ঞপ্তি, ‘এতদ্বারা সংশ্লিষ্ট ব্লকের সকল আবাসিক ছাত্রীকে জানানো যাচ্ছে যে, আগামী ২৮.০৫.২০২৩ ইং তারিখ, রোববার বিড়াল ধরা হবে বিধায় ছাত্রীদের সকল ধরনের সাহায্য ও সহযোগিতা করার জন্য অনুরোধ করা হচ্ছে। নির্দেশনায়, হল কর্তৃপক্ষ।’ সম্পাদনা: তারিক আল বান্না

এলআরবি/টিএবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়