শিরোনাম
◈ গাজীপুরে হত্যা মামলার আসামিদের তালাবদ্ধ বাড়িতে অগ্নিসংযোগ, পুড়ে ছাই তিন বসতঘর ◈ আওয়ামী লীগের পক্ষে ফেসবুক-ইউটিউবে কথা বললেই গ্রেপ্তার! ◈ কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন? ◈ জনঅভিযোগে সাড়া দিচ্ছে সরকার: দুর্নীতি ও অনিয়ম নিয়ে ৯০৯টি ই-মেইল, শুরু হয়েছে পর্যালোচনা ও ব্যবস্থা গ্রহণ ◈ শেখ হাসিনার রাজনৈতিক ভুলে সব শেষ, খেসারত দিচ্ছেন সাধারণ কর্মীরা ◈ “নারীকে অপমান ইসলামবিরোধী কাজ”—নারী কমিশন নিয়ে সমালোচনার জবাবে ফরহাদ মজহার ◈ ভারতের ছত্তিশগড়ে ট্রাকের সংঘর্ষে ১৩ জন নিহত ◈ পাকিস্তানে আত্মঘাতী হামলা, ২ পুলিশ নিহত ◈ আসছে ঘূর্ণিঝড় 'শক্তি'র আশঙ্কা: ২৪-২৬ মে উপকূল আঘাত হানতে পারে ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে আইনজীবীদের ব্যাখ্যা, চলে যেতে পারে আন্ডারগ্রাউন্ডে

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২২, ০৪:০৬ সকাল
আপডেট : ০৮ নভেম্বর, ২০২২, ০৪:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘আমার মন খারাপ’, ঢাবি শিক্ষক বললেন ছেলেটি সাহসী কাজ করেছে

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: রাজধানীর ভাষা প্রদীপ উচ্চ বিদ্যালয়ে অনুপস্থিত থাকার কারণ হিসেবে ‘মন খারাপের কথা’ উল্লেখ করে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর ছুটি মঞ্জুরের আবেদনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। নেটিজেনদের অনেকে তার এই আবেদন নিয়ে বিভিন্ন পোস্ট ও মন্তব্য করেছেন। জাগো নিউজ

তবে মন খারাপের কথা উল্লেখ করে এই শিশুশিক্ষার্থীর ছুটির আবেদনকে সাহসী কাজ হিসেবে দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক ড. মেহজাবিন হক।

সোমবার (৭ নভেম্বর) ওই শিক্ষার্থীর ছুটির আবেদনের ভাইরাল ছবির বিষয়ে জানতে চাইলে তিনি গণমাধ্যমকে এ কথা জানান।

ড. মেহজাবিন বলেন, শিক্ষার্থী যদি এ আবেদন সত্যিই করে থাকে তা খুব প্রশংসনীয়। সে খুব সাহসী কাজ করেছে। শিক্ষকদের উচিত ছিল এই শিক্ষার্থীকে কাছে এনে তার সমস্যাটা কী বুঝতে চেষ্টা করা। উন্নত দেশগুলোতে শিক্ষার্থীরা শারীরিক অসুস্থতার পাশাপাশি মানসিক অসুস্থতা, বিষণ্নতার কারণেও ছুটি পেয়ে থাকে। এই শিক্ষার্থীও একই কারণে ছুটি পেতে পারে।

শিশুদের মন খারাপের কথা শোনা ও তাদের কথা বলার প্রতি গুরুত্ব দিয়ে অধ্যাপক ড. মেহজাবিন বলেন, আমাদের সমাজে বাচ্চাদের কথা বলার সুযোগ খুব কম দেওয়া হয়। সবাই বলে চুপ থাকো, চুপ থাকো। তারা কথা বলতে না পারলে তাদের মনের মধ্যে অন্যকিছু কাজ করে। তাদের মনের মধ্যেও হতাশা, বিষণ্নতা থাকে। শারীরিক অসুস্থতার আগেও অনেকের মন খারাপ থাকতে পারে। এজন্য শিশুদের মন খারাপের বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত।

শিক্ষকদের দায়িত্ব নিয়ে তিন বলেন, শিক্ষার্থীর মন খারাপ থাকলে তা শিক্ষকদের শোনা উচিত। অনেক সময় বন্ধুদের বললে তারা তা গুরুত্ব দিয়ে দেখে না, মজার ছলে নেয়। এটা শিশুর মনের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এজন্য শিক্ষকদের উচিত শিশুদের কথা মন দিয়ে শোনা।

এদিকে, প্রধান শিক্ষক বরাবর ৬ নভেম্বর শিশুশিক্ষার্থী মুহতাদীর ভাইরাল হওয়া সেই ছুটির আবেদনপত্রে লিখেছে, ‘জনাব বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির একজন নিয়মিত ছাত্র। আমার মন খারাপ থাকার কারণে আমি গত ৩/১১/২০২২ তারিখে বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারিনি। অতএব বিনীত প্রার্থনা, এই যে আমাকে উক্ত একদিনের ছুটি মঞ্জুর করে বাধিত করবেন।’

পরে তার এই ছুটির আবেদনই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

এমএএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়