শিরোনাম
◈ তুরস্ক-বাংলাদেশ বিমান প্রতিরক্ষা চুক্তি দক্ষিণ এশিয়ার আকাশে তোলপাড় ◈ দুই জ‌নের ম‌ধ্যে আড়াই ঘণ্টার ফোনালাপ, ক্ষেপণাস্ত্র নিয়ে ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি পুতিনের ◈ দেশের রাজনৈতিক গভীরভাবে পর্যবেক্ষণ করছেন কূটনীতিকরা ◈ ত্রিপুরায় নিহত ৩ বাংলাদেশি ছিলেন চোরাচালানকারী: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়  ◈ ডিবি হারুন-অর-রশিদের ‘মুখোমুখি ইউনূস’ ভিডিও ভুয়া: যুক্তরাষ্ট্রে তিনি প্রকাশ্যে আসেননি ◈ জুলাই সনদে সই করেছেন যেসব দলের নেতারা ◈ ডিএমপির ঊর্ধ্বতন ৪ কর্মকর্তার রদবদল ◈ আমেরিকায় গ্রিন কার্ড লটারি থেকে ৩ বছরের জন্য বাদ ভারত ◈ অর্থবছরের প্রথম ৩ মাসে রেকর্ড রাজস্ব আদায় ◈ আবারও জেন জি’দের বিক্ষোভ, এবার উত্তাল পেরু, পদত্যাগে অস্বীকৃতি প্রেসিডেন্ট হোসে জেরির, জরুরি অবস্থা জারি (ভিডিও)

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২২, ০৮:৩১ রাত
আপডেট : ০৭ অক্টোবর, ২০২২, ০৮:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাবিতে ছাত্রলীগ ও ছাত্র অধিকার পরিষদের সংঘর্ষ, আহত ১০

ছাত্রলীগ ও ছাত্র অধিকার পরিষদের সংঘর্ষ

মোস্তাফিজুর রহমান: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্র অধিকার পরিষদের সংঘর্ষের ঘটনায় ১০ জন আহত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের সামনে বিকেলে এ ঘটনাটি ঘটে। 

শুক্রবার (৭ অক্টোবর) বুয়েট ছাত্র আবরার হত্যার তৃতীয় বার্ষিকী উপলক্ষে বিকালের সোয়া ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এবং ছাত্র অধিকার পরিষদের সঙ্গে এ সংঘর্ষ হয়।

এ ঘটনায় আহতরা হলেন আহতরা হলেন, নাজিম (২৮), ছাত্রলীগ কেন্দ্রীয় নেতা। বনি আমিন, ছাত্র অধিকার পরিষ। জাহিদ (২৩), আসিফ (২৪), আকরাম (২৩), শাকিল (২৩), মিজান, রাকিব (২২), মামুনুর রশিদ ও কবির হোসেন (৫০) রিক্সা চালক।

এতে অন্তত এক রিকশাচালকসহ ৯ জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে জরুরী বিভাগে চিকিৎসার জন্য আসে। 
এ সময় হাসপাতালের জরুরী বিভাগে দুই পক্ষের মধ্যে হাতাহাতি এবং সংঘর্ষের সৃষ্টি হয়। পুলিশ ঢামেকের জরুরি বিভাগ থেকে ৭/৮ জনকে আটক করে নিয়ে যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, আহতরা জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়