মোস্তাফিজুর রহমান: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্র অধিকার পরিষদের সংঘর্ষের ঘটনায় ১০ জন আহত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের সামনে বিকেলে এ ঘটনাটি ঘটে।
শুক্রবার (৭ অক্টোবর) বুয়েট ছাত্র আবরার হত্যার তৃতীয় বার্ষিকী উপলক্ষে বিকালের সোয়া ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এবং ছাত্র অধিকার পরিষদের সঙ্গে এ সংঘর্ষ হয়।
এ ঘটনায় আহতরা হলেন আহতরা হলেন, নাজিম (২৮), ছাত্রলীগ কেন্দ্রীয় নেতা। বনি আমিন, ছাত্র অধিকার পরিষ। জাহিদ (২৩), আসিফ (২৪), আকরাম (২৩), শাকিল (২৩), মিজান, রাকিব (২২), মামুনুর রশিদ ও কবির হোসেন (৫০) রিক্সা চালক।
এতে অন্তত এক রিকশাচালকসহ ৯ জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে জরুরী বিভাগে চিকিৎসার জন্য আসে।
এ সময় হাসপাতালের জরুরী বিভাগে দুই পক্ষের মধ্যে হাতাহাতি এবং সংঘর্ষের সৃষ্টি হয়। পুলিশ ঢামেকের জরুরি বিভাগ থেকে ৭/৮ জনকে আটক করে নিয়ে যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, আহতরা জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।