শিরোনাম
◈ ‘দেখামাত্র গুলির নির্দেশ’ বার্তা ফাঁসকারী সেই পুলিশ সদস্য গ্রেপ্তার ◈ বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস ◈ ইউক্রেন ইস্যুতে বৈঠকের জন্য হোয়াইট হাউসের পথে জেলেনস্কি ও ইউরোপীয় নেতারা ◈ গ্রহণযোগ্য নির্বাচনে নানা চ্যালেঞ্জ, পারবে কি কমিশন? ◈ সেন্টমার্টিন নিয়ে গুজব-সত্যের দ্বন্দ্ব: পর্যটন বন্ধ, দুর্ভিক্ষে দিশেহারা দ্বীপবাসী! ◈ সরকারি দপ্তর থেকে কারও ছবি সরিয়ে ফেলার লিখিত নির্দেশনা দেওয়া হয়নি: প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব ◈ যে কারণে বৈধ ভিসা থাকা সত্ত্বেও এয়ারপোর্ট থেকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়ান বিমানবন্দর ইমিগ্রেশন! ◈ ম‌্যান‌চেস্টার ইউনাইটেডকে হা‌রি‌য়ে ইং‌লিশ লি‌গে শুভ সূচনা আর্সেনালের ◈ ঘুমধুম সীমান্তে আরাকান আর্মি সন্দেহে আটক ২ ◈ ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন চেল‌সি‌কে রুখে দিলো ক্রিস্টাল প‌্যা‌লেস

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২৫, ০১:৩১ রাত
আপডেট : ১৮ আগস্ট, ২০২৫, ১২:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বের শীর্ষ ৫০ নারী নেত্রীর তালিকায় জবি সমাজকর্মের শিফা

বিশ্বের নেতৃত্বে আলো ছড়াচ্ছেন বাংলাদেশের তরুণী সাবিতা বিনতে আজাদ শিফা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজকর্ম বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের সাবেক এই শিক্ষার্থী স্থান করে নিয়েছেন বিশ্বের শীর্ষ ৫০ নারী নেত্রীর তালিকায়। রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন পারমাণবিক শক্তি কর্পোরেশন ‘রোসাটম’-এর অধীন প্রতিষ্ঠান অবনিন্সক টেক একাডেমি তাঁকে ‘ভিজিবল পাওয়ার ফিমেল লিডারশিপ’ ক্যাটাগরিতে মনোনীত করেছে।

সারা বিশ্বের আবেদনকারীদের মধ্য থেকে কঠোর বাছাই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হন তিনি। তার পেশাগত অভিজ্ঞতা, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম, অর্জিত পুরস্কার-স্বীকৃতি এবং গবেষণাকর্ম ছিল নির্বাচনের মূল ভিত্তি। নির্বাচিত ৫০ নারী নেত্রী রাশিয়ার ওয়ার্ল্ড অ্যাটমিক উইক এবং ফিমেল লিডারশিপ ক্যাম্পে অংশ নেবেন, যেখানে বিশ্বের নানা প্রান্ত থেকে আসবেন ১০ হাজারেরও বেশি অংশগ্রহণকারী।

শিফা একসময় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)-এ প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি কাজ করেছেন ওয়ার্ল্ড ভিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশে রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্স প্রকল্পে গ্রান্ট অ্যাকুইজিশন ম্যানেজমেন্টের লিড প্রোগ্রাম অফিসার হিসেবে। বর্তমানে তরুণদের সফট স্কিল ও যোগাযোগ দক্ষতা উন্নয়নে কাজ করছেন এবং প্রতিষ্ঠা করেছেন ‘ভিলেজ ইমপাওয়ারমেন্ট’ নামের সংগঠন।

তিনি একাধিকবার রাশিয়াসহ নানা দেশে আন্তর্জাতিক সম্মেলন ও সামিটে যোগ দিয়েছেন। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে সোচিতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভালে বাংলাদেশের ৮৫ তরুণ-তরুণীর সঙ্গে অংশ নেন। ২০২৪ সালে মস্কোতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল চিলড্রেনস কমিটিতে বাংলাদেশের হেড হিসেবে নেতৃত্ব দেন। এছাড়া রাশিয়ার ওরেনবুর্গে ইউরেশিয়া গ্লোবাল সম্মেলনে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছিলেন।

২০১৯-২০ সালে টোস্টমাস্টার্স ইন্টারন্যাশনাল আয়োজিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব পাবলিক স্পিকিং প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে আন্তর্জাতিক স্পিচ কনটেস্ট চ্যাম্পিয়ন হন তিনি। এশিয়ার বিভিন্ন দেশে সেমিফাইনালিস্ট হিসেবেও প্রতিযোগিতা করেন। ছিলেন বাংলাদেশের প্রথম অ্যাডভান্সড টোস্টমাস্টার্স ক্লাবের নারী সভাপতি। এমনকি যুক্তরাষ্ট্র, ভারত ও নেপালেও আন্তর্জাতিক বক্তা হিসেবে বক্তব্য দিয়েছেন।

গাজীপুরের মেয়ে শিফার বাবা ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ দুইবার জাতিসংঘের স্কলারশিপ পান এবং মস্কোর লুমুম্বা ইউনিভার্সিটি থেকে উচ্চশিক্ষা নেন। তাঁর মা সোহরাত বেগম ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। ছোটবেলা থেকেই এমন পরিবারিক পরিবেশ তাকে স্বপ্ন দেখিয়েছে বড় কিছু করার।

বাংলাদেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যেই শিফার পথচলা। নিজের পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের যোগাযোগ দক্ষতার ঘাটতি সব জায়গায় সমস্যা তৈরি করে। আমি চাই, ২০২৭ সালের মধ্যে আমার সংগঠন ‘ভিলেজ ইমপাওয়ারমেন্ট’ কর্মসূচির মাধ্যমে অন্তত এক লাখ শিক্ষার্থীকে কমিউনিকেশন, প্রেজেন্টেশন ও স্পিকিং দক্ষতায় পারদর্শী করে তুলবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়