শিরোনাম
◈ হারুন সহ পুলিশের ১৮ কর্মকর্তা বরখাস্ত ◈ ইউরোপ ভ্রমণে কড়াকড়ি, গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা! কোথায়, কীভাবে, কত টাকা জরিমানা দিতে হতে পারে? ◈ ‘দেখামাত্র গুলির নির্দেশ’ বার্তা ফাঁসকারী সেই পুলিশ সদস্য গ্রেপ্তার ◈ বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস ◈ ইউক্রেন ইস্যুতে বৈঠকের জন্য হোয়াইট হাউসের পথে জেলেনস্কি ও ইউরোপীয় নেতারা ◈ গ্রহণযোগ্য নির্বাচনে নানা চ্যালেঞ্জ, পারবে কি কমিশন? ◈ সেন্টমার্টিন নিয়ে গুজব-সত্যের দ্বন্দ্ব: পর্যটন বন্ধ, দুর্ভিক্ষে দিশেহারা দ্বীপবাসী! ◈ সরকারি দপ্তর থেকে কারও ছবি সরিয়ে ফেলার লিখিত নির্দেশনা দেওয়া হয়নি: প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব ◈ যে কারণে বৈধ ভিসা থাকা সত্ত্বেও এয়ারপোর্ট থেকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়ান বিমানবন্দর ইমিগ্রেশন! ◈ ম‌্যান‌চেস্টার ইউনাইটেডকে হা‌রি‌য়ে ইং‌লিশ লি‌গে শুভ সূচনা আর্সেনালের

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২৫, ১১:০০ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন চেল‌সি‌কে রুখে দিলো ক্রিস্টাল প‌্যা‌লেস

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছিল দুই‘চ্যাম্পিয়ন চেল‌সি , ক্রিস্টাল প‌্যা‌লেস। কিন্তু এই লড়াইয়ে শেষ পর্যন্ত জিততে পারেনি কোনো দলই। 

রোববার (১৭ আগস্ট) ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে ৭২ শতাংশ বলের দখল রেখে ১৯টি শট নিয়েও গোলের দেখা পায়নি চেলসি। অন্য দিকে ২৮ শতাংশ বলের দখল রাখা এফএ কাপ চ‌্যা‌ম্পিয়ন ক্রিস্টাল প্যালেসও ১২টি শট নিয়ে পায়নি গোলের দেখা। ফলে শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছে দুই দলকে।

গত মাসে ক্লাব বিশ্বকাপ জয় করার পর এটিই ছিল চেলসির প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ। কিন্তু জয়ের আত্মবিশ্বাস নিয়ে ফিরলেও আজকের ম্যাচে মাঠে খুব একটা ছাপ রাখতে পারেনি। রোদ ঝলমলে আবহাওয়ায় এফএ কাপজয়ী প্যালেস ছিল অনেক বেশি গোছানো ও সংগঠিত।

বল দখলে চেলসি এগিয়ে থাকলেও স্বাগতিকদের সঙ্গে পাল্লা দিয়েছে প্যালেস। এমনকি ম্যাচের শুরুর দিকেই ভয় ধরিয়ে দিয়েছিল প্যালেস। ম্যাচের ১৪ মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিকে প্যালেসকে এগিয়েও দেন এজে। কিন্তু ভিএআর যাচাইয়ের পর বিতর্কিতভাবে বাতিল হয়ে যায় সে গোল।

গোল বাতিলের ব্যাখ্যায় লিগ কর্তৃপক্ষ জানায়, ফ্রি কিক নেওয়ার সময় প্যালেসের একজন খেলোয়াড় মানব-প্রাচীরের খুব কাছে দাঁড়িয়ে ছিলেন। নিয়ম অনুযায়ী, মানব-প্রাচীরের পাশে থাকা খেলোয়াড়কে কমপক্ষে ১ মিটার দূরে থাকতে হয়। যেহেতু সে নিয়ম মানা হয়নি, তাই গোল বাতিল করে দেন রেফারি।  

এই যাত্রায় গোল না হলেও হাল ছাড়েনি কোনো দল। উভয় পক্ষই মরিয়া চেষ্টা করেছে গোল আদায়ের। কয়েকবার কাছাকাছিও পৌঁছে গিয়েছিল তারা। কিন্তু যথারীতি মেলেনি কাঙ্ক্ষিত গোলটি। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় দুই দলকেই।  

গত মৌসুমে প্রিমিয়ার লিগে চতুর্থ স্থান এবং কনফারেন্স লিগ শিরোপা জয় করা চেলসি এবার বেশ কিছু তরুণ খেলোয়াড়কে সুযোগ দিয়েছে। শুরুতেই একাদশে ছিলেন নতুন সাইনিং জোয়াও পেদ্রো এবং জেমি গিটেনস। তবে ম্যাচে সবচেয়ে চোখে পড়ার মতো পারফরম্যান্স ছিল ১৮ বছর বয়সী ব্রাজিলিয়ান বদলি খেলোয়াড় এস্তেভাওয়ের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়