শিরোনাম
◈ বাংলাদেশিরা এখন ভিসা ছাড়াই যে ৬টি দেশ ঘুরতে পারবে! তালিকা দেখুন ◈ জুলাই সনদের চূড়ান্ত ঘোষণা শিগগিরই: জাতীয় ঐকমত্য কমিশন ◈ এবার দীপু মনিকে নিয়ে যে গোপন তথ্য দিলেন বেরোবির সাবেক ভিসি কলিমুল্লাহ! ◈ মাঠের মিত্রদের নিয়ে নির্বাচন করতে চায় বিএনপি, ৩১ দফার ভিত্তিতে হবে জাতীয় সরকার ◈ ভার‌তে এশিয়া কাপ খেলবে না পাকিস্তান, পরিবর্তে ডাক পেলো বাংলাদেশ ◈ রেস্তোরাঁয় পিস্তল নিয়ে তরুণ–তরুণীর খুনসুটি, ভিডিও ফেসবুকে ◈ থানার সামনেই সাংবাদিককে নির্মমভাবে পিটিয়েছে হামলাকারীরা, থেঁতলে দিয়েছে পা (ভিডিও) ◈ সিসিটিভিতে ধরা পড়ল ঘটনাপ্রবাহ: যে ভিডিও ধারণের জন্য করুণ পরিণতি সাংবাদিক তুহিনের (ভিডিও) ◈ নিত্যপণ্যের বাজার আবার অস্থির, ৮০ টাকার নিচে সবজি নেই ◈ কক্সবাজারে যাওয়া ছিল ‘নীরব প্রতিবাদ’, উদ্দেশ্য ছিল ‘চিন্তা করাও’: হাসনাত আব্দুল্লাহ

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৫, ০৬:১৯ বিকাল
আপডেট : ০৮ আগস্ট, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুলাই মাসের বেতন নিয়ে শিক্ষকদের বড় সুখবর

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের বেতন নিয়ে সুখবর দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। সোমবার (৪ আগস্ট) তারা বেতন-ভাতা পেতে পারেন। সোমবার (৪ আগস্ট) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের প্রগ্রামার-৫ মো. জহির উদ্দিন।

ইএমআইএস সেলের এ কর্মকর্তারা জানান, গতকাল রবিবার শিক্ষক-কর্মচারীদের বেতনের চেক এজি অফিসে জমা দেওয়া হয়েছে।

তবে গতকাল কাজ শেষ করতে না পারায় তারা বেতন ব্যাংকে পাঠাতে পারেনি। আশা করছি, আজ রাতের মধ্যে শিক্ষক-কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে জুলাই মাসের বেতন-ভাতার অর্থ চলে যাবে।
মো. জহির উদ্দিন আরো বলেন, কোনো কারণে আজ সোমবারের মধ্যে বেতন-ভাতা ব্যাংকে না গেলে। আগামী বুধবার (৬ আগস্ট) শিক্ষক-কর্মচারীরা জুলাই মাসের বেতন-ভাতা পাবেন।

কেননা আগামীকাল মঙ্গলবার সরকারি ছুটি থাকায় বুধবার তারা বেতন-ভাতা পাবেন।

জানা গেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন-ভাতা পান। তবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে ‘অ্যানালগ’ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো।

এর পরিপ্রেক্ষিতে গত বছরের ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন-ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের ২০৯ জন শিক্ষক-কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয়। পরবর্তী সময়ে গত ১ জানুয়ারি ১ লাখ ৮৯ হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন-ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন।

দ্বিতীয় ধাপে ৬৭ হাজার, তৃতীয় ধাপে ৮৪ হাজার এবং চতুর্থ ধাপে ৮ হাজার ২০০ এর অধিক শিক্ষক-কর্মচারী ফেব্রুয়ারি এবং মার্চ মাসের বেতন পেয়েছেন। ইতোমধ্যে শিক্ষক-কর্মচারীরা মে মাসের বেতন-ভাতা পেয়েছেন।

তারা জুন মাসের বেতন পেয়েছেন ১৫ জুলাইয়ের পর। তবে জুলাইয়ের বেতন চলতি সপ্তাহেই পাচ্ছেন পৌনে চার লাখের বেশি শিক্ষক-কর্মচারী। উৎস: কালের কণ্ঠ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়