শিরোনাম
◈ ইউপিইউ কাউন্সিলে বাংলাদেশ পুনর্নির্বাচিত হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন ◈ আইসিসি উ‌ত্তে‌জিত, পা‌কিস্তান ক্রিকেট দল কড়া শাস্তির মুখে পড়তে পা‌রে ◈ নি'ষিদ্ধ দলের লোককে বাসা ভাড়া না দিতে পুলিশের মাইকিং! (ভিডিও) ◈ নারীদের লেখা বই বিশ্ববিদ্যালয়ের পাঠক্রম থেকে সরানোর নির্দেশ তালেবানের, যৌন হয়রানি নিয়েও পড়ানো নিষেধ ◈ ঢাকাসহ বি‌ভিন্ন জেলায় আওয়ামী লী‌গের কর্মকা‌ণ্ডে অন্তর্বর্তী সরকারের উদ্বেগ বাড়াচ্ছে?  ◈ টেকনাফের পাহাড় থেকে নারী শিশুসহ ৬৬ জন উদ্ধার! ◈ খেলাফত মজ‌লি‌সের মামুনুল হক হঠাৎ আফগানিস্তান সফরে কেন? ◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৫, ০৮:৪১ রাত
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা সিটি কলেজ দুইদিন বন্ধ

আগামী বুধবার ও বৃহস্পতিবার (২৩-২৪ এপ্রিল) ঢাকা সিটি কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে কলেজ কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

প্রসঙ্গত, দুইদিন ছুটির পর শুক্র ও শনিবার রয়েছে সাপ্তাহিক ছুটি। ফলে আগামী চারদিন ঢাকা সিটি কলেজ বন্ধ থাকবে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এফ এম মোবারক হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সকল শিক্ষক ও শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল বুধবার (২৩ এপ্রিল) ও বৃহস্পতিবার (২৪ এপ্রিল) অনিবার্য পরিস্থিতির কারণে সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে।

এদিকে ঢাকা সিটি কলেজের একটি সূত্র জানায়, মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১১টার দিকে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীসহ ঢাকা কলেজের একজন শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মঙ্গলবার (২২ এপ্রিল) দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বাধে।

কলেজ সংশ্লিষ্টরা জানান, কলেজ কর্তৃপক্ষের নির্লিপ্ততায় এ ধরনের ঘটনা ঘটছে। সামান্য ঘটনায় সংঘর্ষের পরিস্থিতি তৈরি হচ্ছে ঢাকা সিটি কলেজ কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তার জন্য। ছাত্ররা কলেজ থেকে যখন-তখন বেরিয়ে গেলেও কলেজ কর্তৃপক্ষ চুপ থাকেন এবং সংঘর্ষ বাধার উপক্রম হলে ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ অন্যরা কলেজে রুম বন্ধ করে বসে থাকেন। ভয়ে কেউ বাইরে বের হন না।

শিক্ষার্থীরা জানান, ঢাকা কলেজের এক ছাত্রকে মারধরের অভিযোগে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সহিংসতার ঘটনা ঘটেছে। দুই কলেজ কর্তৃপক্ষের মধ্যে কোনও রকম যোগাযোগের চেষ্টা না থাকায় এই পরিস্থিতি তৈরি হচ্ছে বারবার।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়