অপূর্ব চৌধুরী: [২] সোমবার দুপুরে কলেজের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে ফল প্রকাশ করা হয়। ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের মঙ্গলবার সকাল ৭টা থেকে বৃহস্পতিবার বিকাল ৫ টার মধ্যে কলেজের ওয়েবসাইটে গিয়ে ভর্তির আবেদন ফরম পূরণ করতে হবে।
[৩] ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে নির্ধারিত পরিমাণ টাকা বিকাশের মাধ্যমে পরিশোধ করতে হবে। উল্লিখিত সময়ের মধ্যে ভর্তি সম্পন্ন না হলে ভর্তির আর কোনো সুযোগ থাকবে না।
[৪] চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীদের ভর্তি সম্পন্ন হওয়ার পর আসন খালি থাকলে আগামী ৭ জুন বেলা ১২টায় ভর্তির ২য় তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
[৫] এ বছর বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় মোট ৩ হাজার ২৯০ জন শিক্ষার্থীকে ভর্তি করা হবে মিশনারি প্রতিষ্ঠানটিতে। ভর্তি সংক্রান্ত যাবতীয় বিষয় https://ndc.edu.bd/ ওয়েবসাইটে জানা যাবে।
এসবি২