জেরিন আহমেদ: [২] শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক নিযুক্ত হয়েছেন নুরজাহান হুদা। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
[৩] নবনির্বাচিত চেয়ারম্যান আজিজ মোহাম্মদ ভাই এর আগে কোম্পানিটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিন দশকেরও বেশি সময় ধরে ইস্পাত উৎপাদনকারীর ব্যবস্থাপনায় সক্রিয়ভাবে নিযুক্ত ছিলেন তিনি। এছাড়াও স্থানীয় ফার্মাসিউটিক্যাল উৎপাদন শিল্পে একজন উদ্ভাবক ছিলেন আজিজ মোহাম্মদ।
[৪] নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক নুরজাহান হুদা ম্যান্টিকোর টেকনোলজি লিমিটেডের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও আম্বি ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একজন পরিচালক তিনি। সূত্র: অর্থ সংবাদ
[৫] এদিকে দেশের শীর্ষস্থানীয় বিস্কুট উৎপাদক অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক পর্ষদে নিয়োগ পেয়েছেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের পুত্র ও ভাতিজা। এর মাধ্যমে তার দ্বিতীয় প্রজন্ম অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ব্যবসায় যুক্ত হলো। কোম্পানির অভ্যন্তরীণ
[৬] সূত্রগুলো জানায়, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ৩.২৯ শতাংশ অংশীদারত্ব থাকা প্রতিষ্ঠান এমবি লিমিটেড আজিজ মোহাম্মদ ভাইয়ের ছেলে আসরার আজিজ এম ভাইকে বোর্ড সদস্য হিসেবে মনোনয়ন দেয়। একইসঙ্গে তার প্রয়াত সহোদর - রাজা মোহাম্মদ ভাইয়ের ছেলে আহাদ মোহাম্মদ ভাইকে শেয়ারহোল্ডার ডিরেক্টর হিসেবে মনোনিত করা হয়। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড
[৭] আহাদ বর্তমানে অন-ডিমান্ড ভিডিও স্ট্রিমিং সেবাদাতা বঙ্গ বিডি'র প্রধান নির্বাহী কর্মকর্তার পদে রয়েছেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
জেএ/এসবি/এনএইচ