শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৩, ০১:০১ দুপুর
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২৩, ১০:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উৎপাদন খরচের কমে ডিম ও মুরগী বিক্রি করছে খামারিরা, বাজার অস্থিতিশীল হওয়ার আশংকা

বাজার

শাহীন খন্দকার: বাংলাদেশ পোল্ট্রি এসোসিয়েশনের সভাপতি সুমন হাওলাদার বলেন, বর্তমানে প্রান্তিক খামারীদের একটি ডিম উৎপাদন খরচ ১১ টাকা। ১ কেজি ব্রয়লার মুরগীর উৎপাদন ১৪৫ থেকে ১৫০ টাকা ব্যায় হচ্ছে। প্রান্তিক খামারীগণ এতদিন ১ কেজি ব্রয়লার মুরগী বিক্রি করতে পারছেন ১২০ টাকা আর একটি ডিম বিক্রি করছেন ৮ টাকা ফলে লস হচ্ছে ৩ টাকা। ১ কেজি ব্রয়লার মুরগীতে লস হচ্ছে ৩০ টাকা।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রান্তিক খামারী ঝরে যাওয়ার কারণ মুরগীর খাদ্যের দাম অস্বাভাবিক  বেড়েছে। ১ হাজার ৮০০ টাকার লেয়ার খাদ্য ৩ হাজার টাকায় দাঁড়িয়েছে এবং ব্রয়লার খাদ্য ২ হাজার ২০০ টাকা থেকে বেড়ে ৩ হাজার ৫০০ টাকায় দাঁড়িয়েছে। তাই উৎপাদন খরচ দ্বিগুণ বাড়ার ফলে প্রান্তিক খামারীগণ ন্যায্য মূল্য না পাওয়ায় বাধ্য হচ্ছে খামার বন্ধ করে দিতে। 

সুমন হাওলাদার বলেন, সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে খামারীদের সার্বিক অবস্থা অবগত করা হলেও তারা আশ^াস দিয়ে রেখেছেন। কিন্ত কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করেনি। বাজার সিন্ডিকেট বন্ধ করতে হলে কর্পোরেট কোম্পানিগুলোকে ডিম ও মুরগী আমদানি বন্ধ করতে হবে।

সুমন হাওলাদার বলেন, প্রান্তিক খামারীদের উৎপাদনকে ধরে রাখতে হবে। অপর এক প্রশ্নের জবাবে বলেন, সরকারের সংশ্লিষ্ট মহলের নিকট অনুরোধ জরুরী ভিত্তিতে প্রান্তিক খামারীদের টিকিয়ে রাখার ব্যবস্থা গ্রহণ করা না হলে, অন্যথায় দেশে ডিম ও মুরগীর বাজারে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হবে এবং কর্পোরেটদের কাছে ডিম ও মুরগীর বাজার জিম্মি হয়ে পড়বে। 

সুমন হাওলাদার বলেন, বাজার নিয়ন্ত্রণ করতে হলে প্রান্তিক খামারীদের উৎপাদনকে ধরে রাখতে হবে। প্রান্তিক খামারীদের ন্যায্য মূল্য প্রতিষ্ঠা করতে হবে। ন্যায্য মূল্য প্রতিষ্ঠা করতে না পারলে দেশে ডিম ও মুরগীর সংকট দেখা দিবে এবং কর্পোরেট কোম্পানীর কাছ থেকে তখন পর্যাপ্ত পরিমানে দাম দিয়ে খেতে হবে ফলে ভোক্তাও জিম্মি হয়ে পড়বে তাদের কাছে।

এসকে/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়