শিরোনাম
◈ প্রতিটি জেলা শহরে শিশু হাসপাতাল স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী ◈ অব্যাহত থাকবে তাপ প্রবাহ ◈ আমেরিকান ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিচ্ছেন মেসি ◈ ঝড়ে ক্ষতিগ্রস্ত সঞ্চালন লাইন, আদানির বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ ◈ রম্য রচনার জন্য ডেইলি স্টারের কাছে মেয়র তাপসের ১শ কোটি টাকা ক্ষতিপূরণ ◈ লক্ষ্মীপুরে ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি, নিহত ১ ◈ কথা বলতে পারছেন না সিরাজুল আলম খান  ◈ বর্তমানে ১৬ দশমিক ২৭ লাখ মেট্রিন টন খাদ্যশস্য মজুত রয়েছে: সংসদে প্রধানমন্ত্রী  ◈ কৃষি উন্নয়ন, খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ৮৫ কোটি ৮০ লাখ ডলার দিল বিশ্বব্যাংক  ◈ শহর বাঁচাতে সিএস দাগ অনুযায়ী খালের সীমানা নির্ধারণ করতে হবে: মেয়র আতিক 

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২২, ০৪:৫৮ দুপুর
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০২২, ০৪:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাপানে রপ্তানি হবে দেশের চামড়াপণ্য

সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠান

বিপ্লব বিশ্বাস : এক্সপো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসাদ চৌধুরী এবং ইরিশা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুবর্ণা নন্দী নিজ নিজ কোম্পানির পক্ষে সমঝোতায় স্বাক্ষর করেন।

গত বৃহস্পতিবার জাপানের রাজধানী টোকিওতে এক্সপো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসাদ চৌধুরী এবং ইরিশা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুবর্ণা নন্দী নিজ নিজ কোম্পানির পক্ষে সমঝোতায় স্বাক্ষর করেন।

এ সময় জাপানের বাংলাদেশ থেকে চামড়া, কৃত্রিম চামড়া ও চামড়াজাত পণ্য এবং কৃষিপণ্য আমদানি করবে জাপানের কোম্পানি ইরিশা লিমিটেড। দেশের এক্সপো গ্রুপের উৎপাদিত এসব পণ্য জাপানের বাজারে বিপণন করবে জাপানের ইরিশা লিমিটেড। এ নিয়ে ইতিমধ্যে দুই কোম্পানির মধ্যে সমঝোতা স্মারকে স্বাক্ষর হয়েছে।

জাপানের রাজধানী টোকিওতে গত বৃহস্পতিবার এক্সপো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসাদ চৌধুরী এবং ইরিশা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুবর্ণা নন্দী নিজ নিজ কোম্পানির পক্ষে সমঝোতায় স্বাক্ষর করেন। এই সমঝোতার আওতায় এক্সপো গ্রুপের অক্সিজেন ব্র্যান্ডের চামড়াপণ্য, এক্সপো কৃত্রিম চামড়া ও চামড়াপণ্য, ফোম, মেট্রিকস, পিলো এবং রাঙামাটি ফুড প্রোডাক্টসের উৎপাদিত কেমিক্যালমুক্ত কৃষিপণ্য যাবে জাপানে।

সমঝোতা স্মারক অনুষ্ঠানে এক্সপো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসাদ চৌধুরী বলেন, ইরিশা লিমিটেড জাপানের ক্রেতাদের কাছে বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান। জাপানের বাজারে ইরিশার মাধ্যমে বছরে এক কোটি ডলারের পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা রয়েছে এক্সপো গ্রুপের।

বিবি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়