শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২২, ০৭:০৭ সকাল
আপডেট : ২৯ নভেম্বর, ২০২২, ০৫:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগকারিদের জন্য বিশেষ সুযোগ 

বাংলাদেশ ব্যাংক

সালেহ্ বিপ্লব: অর্থনৈতিক অঞ্চলে (ইজেড) অবস্থিত বিদেশী সংস্থা এবং যৌথ উদ্যোগকে (জেভি) স্থানীয় বাজারে তাদের অপারেশন ক্যাটারিংয়ের জন্য দেশীয় ব্যাংকিং সিস্টেম থেকে টাকায় কার্যকরী মূলধন ঋণ নেয়ার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

অর্থনৈতিক অঞ্চলগুলোর অভ্যন্তরীণ প্রক্রিয়াকরণ এলাকায় পরিচালিত শিল্প উদ্যোগগুলোর বিদেশী মুদ্রায় আয়ের উৎস নেই। ব্যবসার সুবিধার্থে, কেন্দ্রীয় ব্যাংক ২০২০ সালের অক্টোবরে একটি সার্কুলার জারি করে। যাতে তারা রপ্তানি বা আমদানি ছাড়াই টাকায় লেনদেন সম্পাদন করতে পারে। সোমবার জারি করা বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে তাদের টাকা অ্যাকাউন্ট থেকে যথাক্রমে রয়্যালটি, প্রযুক্তিগত জ্ঞান এবং প্রযুক্তিগত সহায়তা ফি হিসেবে প্রদান করতে বলা হয়েছে। 

সার্কুলার আরো বলা হয়েছে, তাদের কার্যকরী মূলধনের আরো চাহিদা মেটাতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, টাইপ-এ এবং টাইপ-বি শিল্প উদ্যোগগুলো শুধুমাত্র দেশীয় বাজারে তাদের পণ্য বিপণনের জন্য এবং বিদেশী মুদ্রায় আয়ের কোনও উৎস ছাড়াই তাদের থেকে স্থানীয় ব্যাংকিং সিস্টেম অনুযায়ী টাকায় কার্যকরী মূলধন ঋণ বৃদ্ধি করার অনুমতি দেয়া হয়েছে। 

১শ’ শতাংশ বিদেশী মালিকানাসহ সংস্থাগুলোকে ‘টাইপ-এ হিসেবে বিবেচনা করা হয় এবং বিদেশী ও বাংলাদেশী মালিকানাসহ যৌথ উদ্যোগ সংস্থাগুলোকে ‘টাইপ-বি’ হিসেবে বিবেচনা করা হয়।

এসবি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়