শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২২, ০৭:০৭ সকাল
আপডেট : ২৯ নভেম্বর, ২০২২, ০৫:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগকারিদের জন্য বিশেষ সুযোগ 

বাংলাদেশ ব্যাংক

সালেহ্ বিপ্লব: অর্থনৈতিক অঞ্চলে (ইজেড) অবস্থিত বিদেশী সংস্থা এবং যৌথ উদ্যোগকে (জেভি) স্থানীয় বাজারে তাদের অপারেশন ক্যাটারিংয়ের জন্য দেশীয় ব্যাংকিং সিস্টেম থেকে টাকায় কার্যকরী মূলধন ঋণ নেয়ার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

অর্থনৈতিক অঞ্চলগুলোর অভ্যন্তরীণ প্রক্রিয়াকরণ এলাকায় পরিচালিত শিল্প উদ্যোগগুলোর বিদেশী মুদ্রায় আয়ের উৎস নেই। ব্যবসার সুবিধার্থে, কেন্দ্রীয় ব্যাংক ২০২০ সালের অক্টোবরে একটি সার্কুলার জারি করে। যাতে তারা রপ্তানি বা আমদানি ছাড়াই টাকায় লেনদেন সম্পাদন করতে পারে। সোমবার জারি করা বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে তাদের টাকা অ্যাকাউন্ট থেকে যথাক্রমে রয়্যালটি, প্রযুক্তিগত জ্ঞান এবং প্রযুক্তিগত সহায়তা ফি হিসেবে প্রদান করতে বলা হয়েছে। 

সার্কুলার আরো বলা হয়েছে, তাদের কার্যকরী মূলধনের আরো চাহিদা মেটাতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, টাইপ-এ এবং টাইপ-বি শিল্প উদ্যোগগুলো শুধুমাত্র দেশীয় বাজারে তাদের পণ্য বিপণনের জন্য এবং বিদেশী মুদ্রায় আয়ের কোনও উৎস ছাড়াই তাদের থেকে স্থানীয় ব্যাংকিং সিস্টেম অনুযায়ী টাকায় কার্যকরী মূলধন ঋণ বৃদ্ধি করার অনুমতি দেয়া হয়েছে। 

১শ’ শতাংশ বিদেশী মালিকানাসহ সংস্থাগুলোকে ‘টাইপ-এ হিসেবে বিবেচনা করা হয় এবং বিদেশী ও বাংলাদেশী মালিকানাসহ যৌথ উদ্যোগ সংস্থাগুলোকে ‘টাইপ-বি’ হিসেবে বিবেচনা করা হয়।

এসবি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়