চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকেই রপ্তানি বাণিজ্যে ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। গত আগস্ট মাস থেকে টানা চার মাস ধরে ধারাবাহিকভাবে কমছে বাংলাদেশের পণ্য রপ্তানি। সবশেষ গত নভেম্বরেও আগের অর্থবছরের একই সময়ের তুলনায় রপ্তানি আয় কমেছে ৫ দশমিক ৫৪ শতাংশ।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ তথ্যের বরাতে এ চিত্র উঠে এসেছে।
ইপিবির হিসাব অনুযায়ী, সদ্য বিদায়ী নভেম্বর মাসে বাংলাদেশ বিশ্ববাজারে ৩ দশমিক ৮৯ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে। গত অর্থবছরের নভেম্বরে এই আয়ের পরিমাণ ছিল ৪ দশমিক ১২ বিলিয়ন ডলার। অর্থাৎ বছরের ব্যবধানে এক মাসের হিসাবে রপ্তানি আয় কমেছে।
তবে বার্ষিক হিসাবে রপ্তানি কমলেও মাসিক হিসাবে কিছুটা আশার খবর রয়েছে। গত অক্টোবরের তুলনায় নভেম্বরে রপ্তানি আয় সামান্য বেড়েছে, যা ২ শতাংশের কিছু কম।
এদিকে চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) রপ্তানি আয়ে সামান্য ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে, যার হার ০ দশমিক ৬২ শতাংশ।