শিরোনাম
◈ সাদা পাথর লুটপাট বন্ধে প্রশাসনের পাঁচ দফা উদ্যোগ ◈ ‘বাকিতে খাবার না দেওয়ায়’ হোটেল মালিককে গুলি ◈ সেনাপ্রধানের নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তিকর তথ্য প্রচার, আইএসপিআরের সতর্কবার্তা ◈ বাংলাদেশ ব্যাংকের সাবেক ৩ গভর্নরের ব্যাংক হিসাব তলব ◈ প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল ◈ নির্বাচনে ঋণখেলাপিরা অংশ নিতে পারবেন না: অর্থ উপদেষ্টা ◈ জনগণই নির্ধারণ করবে আগামী দিনে কারা রাষ্ট্র পরিচালনা করবে : নিপুণ রায় ◈ জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু ◈ বৃহস্পতিবার যেসব এলাকায় গ্যাস থাকবে না ◈ চানখাঁরপুলে ৬ হত্যা: ‘পুলিশের পোশাক পরা লোকদের হিন্দিতে কথা বলতে শুনি’

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৫, ১১:০৭ দুপুর
আপডেট : ১৪ আগস্ট, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সবচেয়ে পবিত্র বিষয়কে নোংরা চোখে দেখা হয়: তামান্না

তামান্না ভাটিয়ার রূপেগুণে কুপোকাত ভক্ত-অনুরাগীরা। দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রীর ‘আজ কি রাত’ গানে নাচের পর অনুরাগীদের কাছে তিনি হয়ে উঠেন স্বপ্নসুন্দরী। কিন্তু বাস্তবে তামান্না ভাটিয়া স্পষ্টবাদী। যে কোনো বিষয়ে খোলামেলা কথা বলতেই ভালোবাসেন অভিনেত্রী।

সবচেয়ে পবিত্র বিষয়কেই নোংরা নজরে দেখা হয় বলেও জানান তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে যৌনতা সম্পর্কে কথা বলেন তামান্না।

অভিনেত্রী বলেন, পৃথিবীর সবচেয়ে পবিত্র বিষয়কেই নোংরা দৃষ্টিতে দেখা হয়। মানুষ যখন আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে না, তখন একটি অদ্ভুত পদ্ধতি অবলম্বন করেন। লজ্জিত ও দোষী বোধ করানোর চেষ্টা করতে থাকেন তারা। তারা সব সময়ে চান যাতে নিজের কাজের জন্য লজ্জিত বোধ করেন।

তিনি বলেন, যে মুহূর্তে কেউ আপনাকে লজ্জিত বোধ করাতে পারবে, সে মুহূর্তে আপনি তার নিয়ন্ত্রণে চলে আসবেন। কী অদ্ভুত ভাবে, সবচেয়ে পবিত্র বিষয় নিয়ে আমরা লজ্জিত বোধ করি। 

তামান্না বলেন, কারণ আমাদের এভাবেই ভাবানো হয়েছে। আমরা ভাবতে থাকি— কী খারাপ কাজটাই না আমরা করে ফেললাম। কিন্তু এটা তো জীবনেরই অংশ। এর জন্যই তো আজ আমাদের অস্তিত্ব রয়েছে এ দুনিয়ায়।

এর আগে গত বছর তামান্না ভাটিয়া ‘আজ কি রাত’ ঝড় তুলেছিল ভক্ত-অনুরাগীদের মধ্যে। এ গানটি প্রকাশ হওয়ার পর বহু নারী তাকে কুর্নিশ করেছেন। সেই নারীর কাছে নাকি তামান্না অনুপ্রেরণাদায়ক। যদিও তামান্না ভাবতেন, তিনি সেই সময়ে যথেষ্ট ছিপছিপে চেহারার অধিকারীই ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়