শিরোনাম
◈ প্রস্তাবিত আচরণবিধি: নির্বাচনী প্রচারে নতুন কড়াকড়ি, বিদেশে সভা-সমাবেশ ও পোস্টার নিষিদ্ধ ◈ ভারত ভেঙে ছোট ছোট দেশ গঠনের প্রস্তাব অস্ট্রিয়ার অর্থনীতিবিদের ◈ আরও ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র ◈ ডাকসুতে বাকেরকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন মাহিন ◈ পুলিশের নজর বিশেষ সাড়ে ৩ ঘন্টায়, কি হতে চলেছে ঢাকায়? (ভিডিও) ◈ ২০১৪ সালে বাংলাদেশের নির্বাচনে কৌশলগত ভুল করেছিল ভারত: প্রফেসর শ্রী রাধা দত্ত (ভিডিও) ◈ হকি বিশ্বকাপের বাছাই প‌র্বে খেলার সম্ভাবনা জাগা‌লো বাংলাদেশ ◈ তালা দিবা, হাতাহাতি করবা তোমরা আর ইলেকশন আমাকে করে দিতে হবে: রাবি ভিসির ক্ষোভ (ভিডিও) ◈ জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি ও আসন্ন নির্বাচনী রাজনীতি‌তে কোন সমীকরণ কাজ কর‌ছে ◈ পর্যাপ্ত প্রমাণ মেলেনি, ধর্ষণের অভিযোগ থেকে মুক্ত পা‌কিস্তা‌নের ক্রিকেটার হায়দার আ‌লি 

প্রকাশিত : ২৭ মে, ২০২৫, ০৪:৫৮ দুপুর
আপডেট : ৩০ আগস্ট, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : মনজুর এ আজিজ

জিপিস্টার পার্টনারদের স্বীকৃতি দিলো গ্রামীণফোন

জিপিস্টার পার্টনারদের অবদানের স্বীকৃতি দিতে সম্প্রতি রাজধানীর একটি হোটেলে জিপিস্টার পার্টনারশিপ সেলিব্রেশন-২০২৪ অনুষ্ঠানের আয়োজন করে দেশের শীর্ষ টেলিকম অপারেটর গ্রামীণফোন। গ্রামীণফোনের প্রতি সবচেয়ে লয়াল গ্রাহকদের অভিজ্ঞতাকে আরো সমৃদ্ধ করেন ব্র্যান্ড পার্টনাররা। তাদের হাত ধরেই সাফল্যমণ্ডিত হয় জিপিস্টার প্রোগ্রাম। সেইসব পার্টনারদের অবদানকে স্বীকৃতি দিতেই এই আয়োজন।

এই আয়োজনে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান, চিফ মার্কেটিং অফিসার (সিএমও) ফারহা নাজ জামানসহ বিভিন্ন খাতের বিশিষ্ট কর্পোরেট ব্যক্তিত্বরা। অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রতি সবচেয়ে লয়াল গ্রাহকদের আকর্ষণীয় অফার ও অভিজ্ঞতা পৌঁছে দিতে যারা বিশেষ ভূমিকা রেখেছে তাদের অসামান্য অবদানের স্বীকৃতি জানায় কোম্পানিটি।

অনুষ্ঠানে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে পার্টনারদের পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি আয়োজিত হয় নেটওয়ার্কিং সেশন যা উপস্থিত সকলকে উপহার দেয় এক স্মরণীয় সন্ধ্যা। অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তোলার জন্য গ্রামীণফোনের যে অঙ্গীকার, এই উদযাপন তারই প্রতিফলন; গ্রাহকদের জন্য সব দিক থেকে সেরা টেলকো-টেকের অভিজ্ঞতা নিশ্চিত করতে চায় তারা। 

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন,“জিপিস্টার ইকোসিস্টেমের অবিচ্ছেদ্য অংশ হচ্ছেন আমাদের পার্টনাররা। তাদের নিরবচ্ছিন্ন উদ্ভাবন ও অঙ্গীকারের ফলেই লয়াল গ্রাহকদের জন্য সংযোগ ছাড়াও আর অনেক আকর্ষণীয় সুবিধা ও অভিজ্ঞতা প্রদান করতে পারছি আমরা। এই উদযাপন শুধু স্বীকৃতি নয় বরং পারস্পরিক সহযোগিতাকে শক্তিশালী করার এক প্রয়াস; যা আমাদের সকলকে সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।”
 
জিপিস্টার গ্রামীণফোনের একটি প্রিমিয়াম লয়ালটি প্রোগ্রাম যা কোম্পানিটির প্রতি সবচেয়ে আস্থাশীল গ্রাহকদের আকর্ষণীয় অফার ও সুবিধা দিতে সাজানো হয়েছে। এই প্রোগ্রামের আওতায় দেশের জনপ্রিয় ব্র্যান্ডগুলোর সঙ্গে পার্টনারশিপের ভিত্তিতে গ্রাহকদের জন্য আকর্ষণীয় সুবিধা, বিশেষ অফার এবং প্রিমিয়াম অভিজ্ঞতা নিশ্চিত করে গ্রামীণফোন। লাইফস্টাইল, ডাইনিং, শপিং থেকে শুরু করে ভ্রমণ সহ বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় ৮ হাজারের বেশি পার্টনার আউটলেটের আন্তরিক সহযোগিতায় এই সেবাগুলো প্রদান করা হয়। গ্রামীণফোনের সেই সকল পার্টনারদের ’বিশেষ ধন্যবাদ’ দিতেই এই আয়োজন, যাদের অবদানের মাধ্যমে গ্রাহকদের এমন ভিন্ন মাত্রার সেবা দিতে পারছে অপারেটরটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়