শিরোনাম
◈ ৩২ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন, তারিখ ঘোষণা ◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈ নতুন আইন হচ্ছে র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব

প্রকাশিত : ২২ জুলাই, ২০২৪, ১১:১৭ রাত
আপডেট : ২২ এপ্রিল, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নগদ টাকা তুলতে বিপাকে গ্রাহকরা, এটিএম বুথে টাকার সংকট

টানা অবরোধ ও সরকারি ছুটিতে রাজধানীর এটিএম বুথগুলোতে টাকার সরবরাহ করতে পারছে না ব্যাংকগুলো। একইসঙ্গে ইন্টারনেট না থাকায় বন্ধ রয়েছে বেশকিছু ব্যাংকের এটিএম ট্রানজেকশন। এ অবস্থায় নগদ টাকা তুলতে বিপাকে পড়ছেন ব্যাংকের গ্রাহকরা। সূত্র : সময়টিভি

সোমবার (২২ জুলাই) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি ও ফার্মগেট এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।সরেজমিন এসব এলাকার ডাচ্‌-বাংলা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, রূপালী ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক ও এবি ব্যাংকের বুথ থেকে গ্রাহকদের টাকা তুলতে দেখা যায়। তবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের বুথ বন্ধ রয়েছে। গতকাল (রোববার) গ্রাহকরা ট্রানজেকশন করতে পারলেও কিছু বুথ থেকে আজ টাকা তুলতে পারেননি এমন বুথও দেখা গেছে।
 
মোহাম্মদপুরের বাসিন্দা নিকিতা নুসরাত বলেন, আমি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের গ্রাহক। মোহাম্মদপুর শাখার বুথটিতে ইন্টারনেট সংযোগ না থাকায় টাকা তুলতে পারিনি। পরে ব্র্যাকের বুথ থেকে টাকা তুললাম। ১৫ টাকা অতিরিক্ত চার্জ কাটল।

ধানমন্ডির ২৭ নম্বরে কথা হয় গোলাম সারওয়ারের সঙ্গে। তিনি বলেন, গতকাল মার্কেন্টাইল ব্যাংকের এই শাখা থেকে টাকা তুলেছি। আজ এসে দেখি বুথ বন্ধ। নিরাপত্তা কর্মী বলছে টাকা শেষ। এখন অন্য বুথে ট্রাই করতে হবে।
 
টাকা না থাকার কারণ হিসেব নিরাপত্তাকর্মী বলেন, সরকারি ছুটির কারণে ব্যাংক বন্ধ। তা ছাড়া টানা অবরোধের কারণে টাকা সরবরাহ করা যায়নি।
 
ফার্মগেট এলাকার বাসিন্দা সিদ্দীকুর রহমান পাঁচটি বুথ ঘুরে টাকা তুলতে পেরেছেন। তিনি বলেন, কোনো ব্যাংকে নেটওয়ার্ক নেই, কোনো ব্যাংকে টাকা নেই। অনেক ঘুরে টাকা তুলতে হলো। এদিকে বিকাশ কিংবা নগদেও টাকা ট্রানজেকশনে সমস্যা হচ্ছে। টানা কয়েক দিন ঘরে আটকে থেকে মানুষের হাতে নগদ টাকা কমে গেছে। পরিচিত অনেককে দেখলাম টাকা তুলতে না পেরে ধার নিতে বাধ্য হচ্ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়