শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ০১ মার্চ, ২০২৪, ১০:৪৬ রাত
আপডেট : ০১ মার্চ, ২০২৪, ১০:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চৌগাছায় চালকের গলা কেটে বাইক ছিনতাই

বাবুল আক্তার, চৌগাছা: [২] যশোরের চৌগাছায় ছুরি দিয়ে চালকের গলা কেটে মোটরসাইকেল ছিনতাই করেছে যাত্রীবেশী তিন ছিনতাইকারী। শুক্রবার (১ লা মার্চ) রাত ৮ টার দিকে উপজেলার চৌগাছা-মহেশপুর রোডের হাজরাখানা কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে।

[৩] আহত চালকের নাম শিমুল হোসেন (৩০)। তিনি  উপজেলার আড়কান্দি গ্রামের আব্দুল গাজীর ছেলে। দীর্ঘদিন ধরে তিনি ভাড়ায় একটি লাল রঙের ১’শ সিসি প্লাটিনা মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করছেন।

[৪] আহত শিমুল জানায়, উপজেলার আড়পাড়া বাজার থেকে যাত্রী হয়ে তিন যুবক নারায়ণপুর ইউনিয়নের হাজরাখানা গ্রামে যাওয়ার জন্য ৩’শ টাকয় ভাড়া নেয়। তাদের নিয়ে হাজরাখানা কবরস্থান এলাকায় পৌছালে ছদ্দবেশী ছিনতাইকারি তিন যাত্রী শিমুলের কাছ থেকে মোটরসাইকেলটির নিয়ন্ত্রন নেয়ার চেষ্টা করে। এতে শিমুল বাধা দিলে তাঁর গলায় ছুরিকাঘাত করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় যাত্রীবেশি ছিনতাইকারিরা। পরে পথচারীরা শিমুলকে উদ্ধার করে চৌগাছা উপজেলা হাসপাতালে ভর্তি করে।

[৫] চৌগাছা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক সামজুজ্জামান সোহাগ বলেন, শিমুলের গলায়, নাকে ও পিঠে ছুরি দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত আছেন।

[৬] শিমুলের দাবী সে যেখান থেকে ভাড়া ঠিক করেছিল, সেখানে একটি ব্যাংকের এটিএম বুথ ও একটি ফ্রিজের শোরুম রয়েছে। ঐ প্রতিষ্ঠান দুটির সিসি টিভি চেক করলে ছিনতাইকারিদের ফুটেজ পাওয়া যেতে পারে। এব্যাপারে চৌগাছা থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানায় শিমুল।

[৭] চৌগাছা থানার ডিউটি অফিসার এসআই শফিকুর রহমান শফিক বলেন, এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়