শিরোনাম
◈ ব্যবসায়ীদের বিরোধিতা সত্ত্বেও চট্টগ্রাম বন্দরে নতুন ট্যারিফ কার্যকর, সেবাচার্জ বেড়েছে গড়ে ৪১ শতাংশ ◈ চতুর্থ দিনের মতো চলছে এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন ◈ মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনো নিখোঁজ ১৩ জন ◈ কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত, আমার কাছে ‘নাম ও কণ্ঠ রেকর্ড আছে’ : জামায়াতের নায়েবে আমীর ◈ রাজনী‌তির ময়দা‌নে আ‌লোচনা তু‌ঙ্গে, বাংলাদেশে সেফ এক্সিট কারা নিয়েছিলেন? ◈ বিমান নিরাপত্তায় বাংলাদেশে ঐতিহাসিক অগ্রগতি, নিন্দা থেকে প্রশংসায় বাংলাদেশ ◈ রোনালদোর রেকর্ড, হা‌ঙ্গে‌রির স‌ঙ্গে ড্র করায় বিশ্বকা‌পে ওঠার অপেক্ষা বাড়ল পর্তুগালের ◈ রোহিঙ্গা সংকট ও স্কুল ফিডিং কর্মসূচি : প্রধান উপদেষ্টার সঙ্গে ডব্লিউএফপি প্রধানের বৈঠক ◈ সবার আগে ইউ‌রোপ থে‌কে ২০২৬ বিশ্বকাপে ইংল্যান্ড ◈ হোয়াইটওয়াশ হওয়ার পর মিরাজ : ইচ্ছা করে কেউ খারাপ খেলে না, আমরা এতটা খারাপ দল না

প্রকাশিত : ০১ মার্চ, ২০২৪, ১০:৪৬ রাত
আপডেট : ০১ মার্চ, ২০২৪, ১০:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চৌগাছায় চালকের গলা কেটে বাইক ছিনতাই

বাবুল আক্তার, চৌগাছা: [২] যশোরের চৌগাছায় ছুরি দিয়ে চালকের গলা কেটে মোটরসাইকেল ছিনতাই করেছে যাত্রীবেশী তিন ছিনতাইকারী। শুক্রবার (১ লা মার্চ) রাত ৮ টার দিকে উপজেলার চৌগাছা-মহেশপুর রোডের হাজরাখানা কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে।

[৩] আহত চালকের নাম শিমুল হোসেন (৩০)। তিনি  উপজেলার আড়কান্দি গ্রামের আব্দুল গাজীর ছেলে। দীর্ঘদিন ধরে তিনি ভাড়ায় একটি লাল রঙের ১’শ সিসি প্লাটিনা মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করছেন।

[৪] আহত শিমুল জানায়, উপজেলার আড়পাড়া বাজার থেকে যাত্রী হয়ে তিন যুবক নারায়ণপুর ইউনিয়নের হাজরাখানা গ্রামে যাওয়ার জন্য ৩’শ টাকয় ভাড়া নেয়। তাদের নিয়ে হাজরাখানা কবরস্থান এলাকায় পৌছালে ছদ্দবেশী ছিনতাইকারি তিন যাত্রী শিমুলের কাছ থেকে মোটরসাইকেলটির নিয়ন্ত্রন নেয়ার চেষ্টা করে। এতে শিমুল বাধা দিলে তাঁর গলায় ছুরিকাঘাত করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় যাত্রীবেশি ছিনতাইকারিরা। পরে পথচারীরা শিমুলকে উদ্ধার করে চৌগাছা উপজেলা হাসপাতালে ভর্তি করে।

[৫] চৌগাছা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক সামজুজ্জামান সোহাগ বলেন, শিমুলের গলায়, নাকে ও পিঠে ছুরি দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত আছেন।

[৬] শিমুলের দাবী সে যেখান থেকে ভাড়া ঠিক করেছিল, সেখানে একটি ব্যাংকের এটিএম বুথ ও একটি ফ্রিজের শোরুম রয়েছে। ঐ প্রতিষ্ঠান দুটির সিসি টিভি চেক করলে ছিনতাইকারিদের ফুটেজ পাওয়া যেতে পারে। এব্যাপারে চৌগাছা থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানায় শিমুল।

[৭] চৌগাছা থানার ডিউটি অফিসার এসআই শফিকুর রহমান শফিক বলেন, এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়