নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোয়া কোটি টাকার স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
বুধবার দুবাইগামী ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে এক কেজি ৭২১ গ্রাম ওজনের স্বর্ণবার ও স্বর্ণালংকার জব্দ করে শুল্ক গোয়েন্দার বিশেষ টিম।
উদ্ধার স্বর্ণের বর্তমান বাজার মূল্য ১ কোটি ৩৭ লাখ ৬৮ হাজার টাকা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক ফারহানা বেগম জানান, দুবাই থেকে ঢাকায় আসা ফ্লাই দুবাই এয়ারলাইন্সের ফ্লাইটে আসা গিয়াস উদ্দিন নামে এক যাত্রীকে তল্লাশি করে তার সিটের নিচ থেকে পলিথিনে মোড়ানো আলাদা করে রাখা জুতার ভেতরে থাকা থলের মধ্য থেকে ১৪টি স্বর্ণবার উদ্ধার করা হয়। পরে যাত্রীর দেহ তল্লাশি করে ৯৭ গ্রাম স্বর্ণালংকার পাওয়া যায়। মোট উদ্ধার করা স্বর্ণের পরিমাণ এক কেজি ৭২১ গ্রাম। আটক যাত্রীর বিরুদ্ধে মামলা করে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :