আশরাফুল নয়ন, নওগাঁ: [২] নওগাঁর সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের নারায়নপুর গ্রামের তুলশীগঙ্গা নদীর বেড়ীবাধের পাশে হাত-পা বাধা অবস্থায় এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন মরদেহ দেখতে পেয়ে পুলিশে সংবাদ দিলে কলেজ ছাত্রী রিংকু আক্তার (২২) এর মৃতদেহ উদ্ধার করে।
[৩] স্থানীয় সূত্রে জানা গেছে নিহত কলেজ ছাত্রী জয়পুরহাট জেলার আক্কেলপুর থানা তিলকপুর ইউনিয়নের রাইকালী গ্রামের আব্দর রাজ্জাক এর মেয়ে। নিহত রিংকু আক্তার স্থানীয় রায়কালী কলেজে লেখাপড়া করতো বলে জানা গেছে।
[৪] নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ ফায়সাল বিন আহসান বলেন, মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন মরদেহ দেখতে পেয়ে থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনার স্থলে পৌছে মরদেহ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
[৫] তিনি আরও বলেন, ময়না তদন্তের রির্পোট পেলেই প্রকৃত দোষীদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। এ রির্পোট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিলো বলে ওসি জানান। সম্পাদনা: এ আর শাকিল
প্রতিনিধি/এআরএস
আপনার মতামত লিখুন :