শিরোনাম
◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের ◈ এ‌শিয়া কা‌পে ওমানকে হারা‌লো আরব আমিরাত ◈ বাংলাদেশ দলের বিরু‌দ্ধে আমা‌দের চ্যালঞ্জ নি‌য়ে খেল‌তে হ‌বে: আফগানিস্তান কোচ ◈ বাংলাদেশি পাসপোর্ট সহ টিউলিপের ট্যাক্স ফাইলের খোঁজ পেয়েছে এনবিআর ◈ জলদস্যুদের ধাওয়ায় ট্রলারডুবি: ২৪ ঘণ্টা সাগরে ভেসে ১৮ জেলের জীবনরক্ষা

প্রকাশিত : ২৬ মে, ২০২৩, ০৭:০২ বিকাল
আপডেট : ২৬ মে, ২০২৩, ০৭:০২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেমরায় প্রিমিয়ার প্রিন্টিং প্রেসে দুর্ধর্ষ চুরি

মো.বশির উদ্দিন, (ডেমরা) ঢাকা: রাজধানীর ডেমরায় মাতুয়াইল মুসলিনগর পুরাতন দশ তলা ভবন এলাকার প্রিমিয়ার প্রিন্টিং প্রেসে দুর্ধর্ষ  চুরির ঘটনা ঘটেছে । এ ঘটনায় ওই প্রতিষ্ঠানের সিনিয়র প্রেস ম্যানেজার মহিউদ্দিন জিলানী অভিযুক্ত ১০জন সহ অজ্ঞাতনামা ১০/১২ জন চোরের বিরুদ্ধে মামলা করেন। 

অভিযুক্তরা হলো- বরিশাল বাকের গঞ্জ থানার কবিরাজ ছত্র এলাকার মো. হারুনুর রশিদের ছেলে মো. রাসেল শরীফ (৩২), কুমিল্লা চান্দিনা থানার মোহনপুর এলাকার রমিজ উদ্দিনের ছেলে রাকিবুল হাসান (৩৫), টাঙ্গাইল নাগরপুর থানার গণিপাড়া এলাকার মৃত আবেদ আলীর ছেলে মোস্তাফিজুর রহমান (৩০), সুত্রাপুর থানার লক্ষীবাজার ৪৩, পাঁচভাই ঘাট লেন এলাকার মৃত প্রানতস কুমার ভদ্রের ছেলে প্রদীপ কুমার ভদ্র (৪৫), রাজবাড়ী থানার বড় লক্ষ্মীপুর এলাকার ওয়াসিম আলী ব্যাপারীর ছেলে আবুল কালাম আজাদ (৩০), পিরোজপুর নাজিরপুর থানার নর্থ দরগা এলাকার আব্দুল হালিমের ছেলে সামছুল আরেফিন (৩২), ফেনী সদর থানার পশ্চিম সোনাপুর এলাকার আবুল হোসেন ভূঁইয়ার ছেলে সাইদুর রহমান ভূঁইয়া (৩৫), কক্সবাজার চকরিয়া থানার উত্তর সিকেন্দার পাড়া এলাকার গিয়াস উদ্দিনের ছেলে ইফতেখার ইবনে গিয়াস রিমন (৩৮), অজ্ঞাত পরিচয়ের নাজমুল (৩০) ও ওই প্রেসের অজ্ঞাত পরিচয়ের সিকিউরিটি গার্ড শামীম হাসান (২৪)। 

তবে এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি বলে জানা গেছে।

ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান (পিপিএম) বলেন, গত ৬ এপ্রিল রাত সোয়া ২ টার দিকে সিকিউরিটি গার্ড শামীম ওই প্রেসের ম্যানেজারকে ফোন করে জানায় প্রতিষ্ঠানে বড় ধরনের চুরি হয়েছে। ওই রাত শেষে ভোরে প্রতিষ্ঠানের সহকারী ম্যানেজার ও একাউন্টস ম্যানেজার সহ আরো অনেকে ঘটনাস্থলে এসে দেখতে পায়  অফিসের ব্যবহৃত  প্রায় ১২ টি কম্পিউটার, ২টি ল্যাপটপ, ২টি প্রিন্টার ও ১টি ফটোকপি মেশিনসহ প্রয়োজনীয় অনেক কিছু চুরি হয়েছে।  যার আনুমান মূল্য ১২ লক্ষ ৩৫ হাজার টাকা। এ সময় পনের কোটি ২৭ লক্ষ ৩০ হাজার টাকার মুদ্রন ও বাধাই বিল'র মূলকপি, চেকবই, ভাউচার, ওয়ার্ক অর্ডারসহ প্রয়োজনীয় কাগজপত্রও চুরি হয়েছে। 

উল্লেখিত প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে নিশ্চিত হওয়া গেছে, সিকিউরিটি গার্ডের সহযোগিতায় উপরোক্ত চোরেরা ১টি নীল রংয়ের মোটরসাইকেল ও ৩টি পিকআপ ভ্যানে ( ঢাকা- মেট্রো ন-১৫-৩৬৯৫ ও ঢাকা মেট্রো ন-১৬-৩০৩০ এবং ১টি অস্পষ্ঠ) প্রতিষ্ঠানের মালামাল চুরি করে নিয়ে যায়।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়