শিরোনাম
◈ গণঅভ্যুত্থান সরকারের কেউ কেউ ‘লুটপাট’ করে বেহুঁশ হওয়ার দশা: ইশরাক হোসেন ◈ যে কারণে পিআর পদ্ধতি চায় জামায়াত ও ইসলামী আন্দোলন ◈ ‘মেগাস্টার’ শব্দকাণ্ডে বিতর্ক: “আমি মানুষটা ছোট, অন্যকে ছোট করব কীভাবে” — জাহিদ হাসান ◈ এবার পদত্যাগপত্র জমা দিয়েছেন শিল্পকলার চারুকলা পরিচালক ◈ কেশবপুর পৌরসভার  সাবেক মেয়র রফিকুল গ্রেফতার ◈ বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে ৩১৬ কোটি টাকা বেশি রাজস্ব আদায় ◈ পার্বত্য চট্টগ্রামের একশ স্কুলে এবছরই ই-লার্নিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ ডার্পা প্রযুক্তি : যেভাবে তারবিহীন বিদ্যুৎ আবিষ্কার করে অবাক করলো বিশ্বকে (ভিডিও) ◈ নির্বাচন নিয়ে আবার সন্দেহ, অনিশ্চয়তার কথা কেন আসছে? ◈ মর‌ক্কোর স‌ঙ্গে প্রী‌তি ম্যাচ খেল‌তে চায় বাংলাদেশ, ক্রীড়া উপদেষ্টার প্রস্তাব

প্রকাশিত : ২৫ মে, ২০২৩, ০৬:৪১ বিকাল
আপডেট : ২৫ মে, ২০২৩, ০৬:৪১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্ত্রীকে পুড়িয়ে হত্যার ঘটনায় মামলা, বাদিকে প্রাণনাশের হুমকির অভিযোগ

আফিদুল ইসলাম

আকাশ আহম্মেদ, রাজৈর (মাদারীপুর): রাজৈরে ঘুমন্ত অবস্থায় স্ত্রী মাহমুদা আক্তারের (২৫) গায়ে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। 

বুধবার (২৪ মে) বিকেলে নিহতের বাবা আনোয়ার কাজী বাদি হয়ে রাজৈর থানায় মামলাটি দায়ের করেন। এ মামলার এজাহারে তার বর্তমান জামাই নৌ বাহিনীর সদস্য আফিদুল ইসলামকে প্রধান আসামিসহ ৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৫/৬ জনকে আসামি করা হয়। এতে আরো হিংস্র হয়ে উঠেছে আসামি পক্ষ। তারা পাল্টা মামলা ও প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে মামলার বাদির অভিযোগ।

মামলার বাদি নিহতের বাবা আনোয়ার কাজী জানান, আমার মেয়েকে হত্যাকারীদের বিরুদ্ধে মামলা করায় এখন আমাকেও হত্যার হুমকি দিচ্ছে আসামিরা। এছাড়া পাল্টা মামলা দিয়ে আমাদের ফাঁসানোর পায়তারায় আছে তারা। আমার মেয়েকে নির্মমভাবে যারা হত্যা করেছে আমি তাদের ফাঁসি চাই।

রাজৈর থানার তদন্ত ওসি সঞ্জয় কুমার ঘোষ জানান, আসামিরা পলাতক রয়েছে। তাদের ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে। তবে বাদিকে প্রাণনাশের হুমকির বিষয় আমরা কোন অভিযোগ পাইনি।

উল্লেখ্য, মাহমুদার পাঁচ বছর আগে একটি বিয়ে হয়। তবে দুই মাস যেতে না যেতেই স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে। এর কিছুদিন পর টাঙ্গাইলের ভুয়াপুর এলাকার আফিদুলের সাথে মুঠোফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে উঠে এবং দুই বছর আগে তাদের বিয়ে হয়। পরে বিয়ের এক বছর পর তার আগের বিয়ের কথা জানতে পারলে দুইজনের মাঝে মনমালিন্য সৃষ্টি হয়। এরই জের ধরে গত শুক্রবার রাত ৩টার সময় ঘুমন্ত অবস্থায় মাহমুদার শরীরে অগ্নিবৃদ্ধি তেল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়। এ সময় তার ডাক-চিৎকার শুনে পরিবারের লোকজন ও স্থানীয়রা এসে পানি ঢেলে আগুন নেভায়। পরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে প্রেরণ করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২০ মে) দুপুরে তার মৃত্যু হয়।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়