শিরোনাম
◈ হামজা চৌধুরীর দুর্দান্ত পারফর‌মেন্স, ফাইনালে শেফিল্ড ইউনাইটেড ◈ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈদ্যুতিক শাটল গাড়ি চালু ◈ ভারতের যুদ্ধবিমান ধ্বংস করা কে এই আয়েশা ফারুক? ◈ গার্ডিয়ান থেকে বিবিসি; পশ্চিমা গণমাধ্যম কীভাবে ইসরাইলি অপরাধকে স্বাভাবিক হিসেবে প্রচার করে? ◈ রংপুর রাইডার্স এবা‌রো‌ গ্লোবাল সুপার লি‌গে অংশ নি‌চ্ছে ◈ রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন আলোনসো ◈ রিয়াল মাদ্রিদ ছেড়ে আনচেলত্তি ব্রা‌জি‌লের প্রধান কো‌চের দা‌য়িত্ব নে‌বেন ২৬ মে ◈ ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে কেন আসছে ৭১-এর মুক্তিযুদ্ধের কথা? ◈ দায়িত্ব নিলেন নতুন সিআইডি প্রধান  ◈ এনবিআর ভেঙে হলো দুই বিভাগ, অধ্যাদেশ জারি

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৩, ০৭:০৮ বিকাল
আপডেট : ২৯ মার্চ, ২০২৩, ০৭:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাল বোঝাই ট্রাকে লুটকারী সেভেনস্টার গ্রুপের এক সদস্য আটক

আটককৃত মিজানুর রহমান

আবু হাসাদ, পুঠিয়া (রাজশাহী): রাজশাহীর পুঠিয়ায় চলন্ত গাড়ি থেকে মালামাল লুট করছে সেভেনস্টার গ্রুপ নামের একটি চক্র। মঙ্গলবার রাতে গাড়ি থেকে মসলার বস্তা নামিয়ে নেয়ার সময় স্থানীয়দের হাতে মিজানুর রহমান (২২) নামের একজন আটক হলেও বাকিরা পালিয়ে গেছে। এ ঘটনায় ভুক্তভোগি একজন ব্যবসায়ি বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

মঙ্গলবার (২৮ মার্চ) রাত ৮টা দিকে ধোপাপাড়া-ভালুকগাছি সড়কে এ ঘটনা ঘটে। আটককৃত মিজানুর উপজেলার মহনপুর গ্রামের মতিউর রহমানের ছেলে।

ভুক্তভোগি ব্যবসায়ী জাহিদুল ইসলাম বলেন, তিনি রান্নার বিভিন্ন মসলার ব্যবসা করেন। মঙ্গলবার সন্ধ্যার পর ধোপাপাড়া বাজার থেকে একটি গাড়িতে মসলার বস্তা তুলে ভালুকগাছি পাঠানো হয়। আর পথে কয়েকজন যুবক গাড়ি থেকে এক বস্তা জিরা নামিয়ে নেয়। বিষয়টি গাড়ি চালক টেরপেয়ে মুঠোফোনে কয়েকজনের সহযোগিতা চায়। এরপর এলাকার লোকজন তাড়া করে একজনকে আটক করতে পারলেও বাকিরা পালিয়ে যায়। 

প্রত্যক্ষদর্শী আব্দুস সালাম নামের একজন স্থানীয় ব্যবসায়ি বলেন, আটককৃত মিজানুর চলন্ত গাড়ি থেকে মালামাল লুটের কথা স্বীকার করেছে। তাদের গ্রুপে মোট ৭ জন সদস্য রয়েছে।

নাজমূল ইসলাম নামের একজন ট্রাক চালক বলেন, পুঠিয়া উপজেলার মধ্যে গাড়ি থেকে মালামাল লুট করার একটি চক্র রয়েছে। চক্রটি সন্ধ্যার পর বিভিন্ন মোড় বাজারে লোড-আনলোড করা মালবাহী ট্রাক গুলো চিহ্নিত করে। পরে তাদের মধ্যে দুই তিনজন হোন্ডা নিয়ে ওই ট্রাকের সাথে যায়। বাকিরা ছোট একটি মিনি ট্রাকে চড়ে পেছনে আসতে থাকে। আর সুযোগ বুঝে পথে (ফাঁকা স্থানে) কেও গাড়িতে উঠে পড়ে। এরপর গাড়িতে থাকা মালপত্র গুলো সড়কের পাশে ফেলে দেয়। আর মিনি ট্রাকে থাকা লোকজন সে গুলো তুলে নেয়।

এ ব্যাপারে থানার ওসি ফারুক হোসেন বলেন, চলন্ত গাড়ি থেকে মসলার বস্তা নামিয়ে নেয়ার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগি থানায় অভিযোগ দিয়েছেন। তিনি আরো বলেন, এ ঘটনার সাথে আর কারা জড়িত তা জানতে গ্রেপ্তারকৃত যুবককে জিজ্ঞাসাবাদ করা হবে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়