কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম): বুধবার (২৯ মার্চ) দুপুরে চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ ৩জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
জানা যায়, ইয়াবা পাচারের খবর পেয়ে বাঁশখালীর পুইছড়ি ইউপিস্থ প্রেম বাজার থেকে ৭০০ গজ দক্ষিনে ফুটখালী ব্রিজের পাকা রাস্তার উপর চেক পোষ্ট স্থাপন করা হয়। এসময় সিএনজি করে কক্সবাজার থেকে চট্টগ্রাম মহানগরে ইয়াবা নিয়ে যাওয়ার সময় সিএনজিটি চেকপোস্টের কাছে আসলে তল্লাশী করে ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- সেলিনা আক্তার (২৭), আব্দুল হামিদ (৪০), সমরাজ মোল্লা (৫২)।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ধারায় মামলা করা হয়েছে।
এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন পিপিএম বলেন, ১০ হাজার ইয়াবাসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের আইন শৃংখলা ও মাদকদ্রব্য ব্যবহার রোধে এ অভিযান অভ্যাহত থাকবে বলেও তিনি জানান। সম্পাদনা: অনিক কর্মকার
প্রতিনিধি/একে