শিরোনাম
◈ ভালোবাসার শহর প্যারিসে বৃষ্টিভেজা রাতে শুরু হলো অলিম্পিকস ২০২৪ ◈ সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আজ ◈ কারফিউ আরো শিথিলের সিদ্ধান্ত হবে আজ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ একদফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক বিএনপির ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা  ◈ ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক ◈ কোটা আন্দোলন: ঢামেকে চিকিৎসাধীন শিক্ষার্থীসহ তিন জনের মৃত্যু ◈ হেলিকপ্টার দিয়ে মানুষ হত্যার জবাব জনগণ একদিন আদায় করে নেবে: মির্জা ফখরুল ◈ প্রতিটি হামলার ঘটনার বিচার হবে: পররাষ্ট্রমন্ত্রী ◈ সাম্প্রতিক সহিংসতায় আহতদের চিকিৎসার দায়িত্ব নেবে সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৩, ০৩:১০ দুপুর
আপডেট : ২৩ মার্চ, ২০২৩, ০৩:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোবাইল অ্যাপের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, আটক ২

আটককৃতরা

মো. আসাদুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ: ধরাও যায়না ছোঁয়াও যায়না অবৈধ ক্রিপ্টোকারেন্সি মুদ্রার লেনদেন দিন দিন চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে। ‘আল্টিমা ফার্ম’ নামক মোবাইল অ্যাপ ব্যবহার করে এই লেনদেন করা হয়। এছাড়া একজনের রেফারেন্সে আরেকজন একাউন্ট খুললেও তার আয় থেকেও অতিরিক্ত ডলার আয় করা যায়। এসব প্রলোভন দেখিয়ে চাঁপাইনবাবগঞ্জে দীর্ঘদিন ধরে অনেকের লাখ লাখ টাকা আত্মসাৎ করে আসছে একটি প্রতারক চক্র।

বুধবার চাঁপাইনবাবগঞ্জ শহরের উদয়ন মোড় মৌচাক মার্কেটের একটি দোকান থেকে এই প্রতারক চক্রের  মূলহোতাসহ দুজনকে আটক করেছে র‌্যাব-৫।

আটককৃতরা হলে- চাঁপাইনবাবগঞ্জে আজাইপুর মহল্লার আলমগীরের ছেলে মুলহোতা জুয়েল (৩৩) ও সদর উপজেলার পাররামকৃষ্ণপুর গ্রামের নাইমুল হকের ছেলে মামুনুর রশিদ (৩৫)।

র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে প্রতারণা করে আল্টিমা ফার্ম মোবাইল অ্যাপের মাধ্যমে অবৈধ ক্রিপ্টোকারেন্সি মুদ্রা লেনদেন ও অতিরিক্ত অর্থের লোভ দেখিয়ে মানুষের লাখ লাখ টাকা আত্মসাৎ করে আসছে।

পরে র‌্যাবের ছায়া তদন্তে বেরিয়ে আসে, ওই অ্যাপ ও এজেন্টের মাধ্যমে নগদ টাকা দিয়ে এক ধরনের পয়েন্ট কেনা হয়। যার মাধ্যমে অ্যাপে থাকা বিভিন্ন কম্পানির শেয়ার ক্রয়ের পর শেয়ারের মূল্য বৃদ্ধি সাপেক্ষে লভ্যাংশ প্রদান করা হয়। এছাড়া একজনের রেফারেন্সে আরেকজন একাউন্ট খুললেও তার আয় থেকেও অতিরিক্ত ডলার আয় করা যায়। এসব লোভনীয় অফারের ফাঁদে ফেলে বহু মানুষের লাখ লাখ টাকা হাতিয়ে নেয় চক্রটি।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা করা হয়েছে। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়