শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৩, ০৩:১০ দুপুর
আপডেট : ২৩ মার্চ, ২০২৩, ০৩:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোবাইল অ্যাপের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, আটক ২

আটককৃতরা

মো. আসাদুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ: ধরাও যায়না ছোঁয়াও যায়না অবৈধ ক্রিপ্টোকারেন্সি মুদ্রার লেনদেন দিন দিন চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে। ‘আল্টিমা ফার্ম’ নামক মোবাইল অ্যাপ ব্যবহার করে এই লেনদেন করা হয়। এছাড়া একজনের রেফারেন্সে আরেকজন একাউন্ট খুললেও তার আয় থেকেও অতিরিক্ত ডলার আয় করা যায়। এসব প্রলোভন দেখিয়ে চাঁপাইনবাবগঞ্জে দীর্ঘদিন ধরে অনেকের লাখ লাখ টাকা আত্মসাৎ করে আসছে একটি প্রতারক চক্র।

বুধবার চাঁপাইনবাবগঞ্জ শহরের উদয়ন মোড় মৌচাক মার্কেটের একটি দোকান থেকে এই প্রতারক চক্রের  মূলহোতাসহ দুজনকে আটক করেছে র‌্যাব-৫।

আটককৃতরা হলে- চাঁপাইনবাবগঞ্জে আজাইপুর মহল্লার আলমগীরের ছেলে মুলহোতা জুয়েল (৩৩) ও সদর উপজেলার পাররামকৃষ্ণপুর গ্রামের নাইমুল হকের ছেলে মামুনুর রশিদ (৩৫)।

র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে প্রতারণা করে আল্টিমা ফার্ম মোবাইল অ্যাপের মাধ্যমে অবৈধ ক্রিপ্টোকারেন্সি মুদ্রা লেনদেন ও অতিরিক্ত অর্থের লোভ দেখিয়ে মানুষের লাখ লাখ টাকা আত্মসাৎ করে আসছে।

পরে র‌্যাবের ছায়া তদন্তে বেরিয়ে আসে, ওই অ্যাপ ও এজেন্টের মাধ্যমে নগদ টাকা দিয়ে এক ধরনের পয়েন্ট কেনা হয়। যার মাধ্যমে অ্যাপে থাকা বিভিন্ন কম্পানির শেয়ার ক্রয়ের পর শেয়ারের মূল্য বৃদ্ধি সাপেক্ষে লভ্যাংশ প্রদান করা হয়। এছাড়া একজনের রেফারেন্সে আরেকজন একাউন্ট খুললেও তার আয় থেকেও অতিরিক্ত ডলার আয় করা যায়। এসব লোভনীয় অফারের ফাঁদে ফেলে বহু মানুষের লাখ লাখ টাকা হাতিয়ে নেয় চক্রটি।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা করা হয়েছে। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়