শিরোনাম
◈ ইতালিতে কড়া অভিবাসন নীতি, টার্গেটে বাংলাদেশিরা! ◈ তরুণী মা'রধরের নেপথ্যে লঞ্চের ভেতরে সেদিন কী ঘটেছিল? ভিডিও প্রকাশ্যে ◈ সারা দেশে এনআইডি সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ◈ রমনা বটমূলে বোমা হামলা: দুজনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছর কারাদণ্ড ◈ সঞ্চয়পত্র কেনার নতুন নিয়ম ◈ মানবিক করিডর নিয়ে সরকার সবাইকে অন্ধকারে রেখেছে : মেজর হাফিজ ◈ ব্যাংক থেকে ধার করে, টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়ন করব না: অর্থ উপদেষ্টা ◈ আন্দালিব রহমান পার্থের স্ত্রীকে বিদেশ যাত্রায় বাধা ◈ যেভাবে আটক হন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ (ভিডিও) ◈ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সেনাবাহিনী ক্যাম্পের সহায়তা পেতে যোগাযোগের নাম্বার দেয়া হল

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৩, ০৬:৫৬ বিকাল
আপডেট : ১৮ মার্চ, ২০২৩, ০৬:৫৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজের মেয়েকে ধর্ষণকারী পিতাসহ ভিন্ন মামলার ৯ আসামি গ্রেপ্তার

৯ আসামি

কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম): চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের পৃথক অভিযানে নি‌জের মে‌য়ে‌কে ধর্ষণকা‌রী পিতাসহ ২টি অস্ত্রসহ বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ৯ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাঁশখালী থানা শ‌নিবার দুপু‌রে প্রদত্ত বার্তায় জানান শুক্রবার গভীর রাতে থানা পুলিশের ওসি মো. কামাল উদ্দিন পিপিএম এর নির্দেশে বাঁশখালী থানার এসআই রাজিব পোদ্দার, এসআই মং থোয়াই, এসআই মো. মাসুদ, এসআই আজিমুল হক, এএসআই মো. খালেক, এএসআই এম মকছুদ আহমদ, রামদাশ মু‌ন্সিরহাট পু‌লিশ ফাঁড়ি  ইনচার্জ পু‌লিশ প‌রিদর্শত মোঃ সোলাইমান, এসআই শহিদুল ইসলাম, এএসআই জ্ঞানময় চাকমা সহ সঙ্গীয় পুলিশ ফোর্স উপজেলার বিভিন্ন স্থানে চিরুনি অভিযান পরিচালনা করেন।

অভিযানে পুকুরিয়া ইউনিয়নের পশ্চিম পুকুরিয়া তেচ্ছিপাড়া এলাকায় নিজের মেয়েকে ধর্ষণকারী পিতা আমজাদ আলী প্র. আমজাদ হোসেন (৪০)কে ১টি দেশীয় তৈরি এলজিসহ ওই ইউনিয়নের চা বাগান সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সে ওই এলাকার মনির আহমদের ছেলে। গত ২ মার্চ রাতে নিজ বাড়ীতে নিজের ১৪ বছর বয়সী মেয়েকে ধর্ষনের অভিযোগে তার বিরুদ্ধে বাঁশখালী থানায় মামলা রুজু করা হয়েছে। 

ছাড়াও তার বিরুদ্ধে বাঁশখালী থানাসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে বলে জানা গেছে। অপরদিকে উপজেলার চাম্বল এলাকা থেকে ১টি একনলা বন্দুক ও ২ রাউন্ড কার্তুজসহ পশ্চিম চাম্বল খলিফা পাড়া ৭নং ওয়ার্ড এলাকার মৃত লোকমান হাকিমের ছেলে মো. নেছার আহামদ (৫৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক নেছারের বিরুদ্ধে বাঁশখালী থানায় আরও ৩টি ডাকাতিসহ বিভিন্ন অপরাধের মামলা রয়েছে। 

এছাড়াও অপর পৃথক অভিযানে  ৩ হাজার ৭শ’ পিস ইয়াবাসহ গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- পূর্ব চাম্বল বদ্দার পাড়া এলাকার মাছুদুর রহমানের ছেলে মো. আশেক, কক্সবাজারের টেকনাফ থানার হোয়াইকং ইউপি’র ৫নং ওয়ার্ড চান্দর পাড়া এলাকার মৃত আলী আকবরের ছেলে হোছন আহম্মদ (৫০), মহেশখালী থানার সাইরার ডেইল এলাকার মৃত আবদুল মান্নানের পুত্র মো. জাকারিয়া (২৮), টেকনাফ পৌরসভার ২নং ওয়ার্ডের মোনাফ পাড়া এলাকার হামিদ হোসেনের ছেলে মো. ইসমাইল হোসেন (৩৩) ও একই এলাকার মৃত আহমদ হোসেনের ছেলে মো. মোরশেদ (১৯)সহ আরও ২ জন। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক শনিবার (১৮ মার্চ) সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন পিপিএম বলেন, ‘পুকুরিয়া এলাকায় নিজের মেয়েকে ধর্ষনের ঘটনায় ধর্ষক পিতাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও পৃথক পৃথক অভিযানে অস্ত্র, ইয়াবাসহ সাজাপ্রাপ্ত গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। বাঁশখালীকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে থানা পুলিশের সাঁড়াশী অভিযান অব্যাহত থাকবে। তি‌নি অপরাধ নির্মু‌লে এ অ‌ভিযান অভ‌্যাহত থাক‌বে ব‌লে জানান ।

প্রতি‌নি‌ধি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়