শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০৫:৪৮ বিকাল
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০৫:৪৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ময়মনসিংহে জোড়া খুনের ঘটনায় আটক ৪ 

জোড়া খুনের ঘটনায় আটক ৪ 

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ: ময়মনসিংহে জমি সংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলার চুরখাই গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে কামাল হোসেন (৫২), তার স্ত্রী মোসা. জাহানারা (৪০), কামাল হোসেনের ১৫ বছর বয়সী ছেলে ও কামাল হোসেনের শ্যালক মো. নাঈম (১৯)।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে র‌্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-১৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলাম খান।

তিনি বলেন, সদর উপজেলার ভাবখালী ইউনিয়নের চুরখাই গ্রামে নিহত আবুল খায়ের ও একই এলাকার কামাল হোসেনের সাথে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। ঘটনার দিন বুধবার (১ ফেব্রুয়ারি) বেলা ৩ টার দিকে আবুল খায়ের জমি মাপ দিচ্ছিলেন। এসময় সেখানে গিয়ে তার চাচাতো ভাই কামাল হোসেন, তার স্ত্রী, ছেলে ও শ্যালক নাইমকে বাধা দেয়। এতে কথা কাটাকাটির একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে আবুল খায়ের ও তার ছেলের ওপর হামলা করে তারা। এতে আবুল খায়ের (৬০), তার ছেলে ফরহাদ হোসেন (২০), রিফাত হোসেন (২৪), আবুল কাশেমের ছেলে আবু সাঈদ (২২), আব্দুল খালেকের ছেলে আবুল হাসেম (৪৭) আহত হন। পরে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক আবুল খায়ের ও তার ছেলে ফরহাদ হোসেনকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) নিহত আবুল খায়েরের ছেলে রিফাত মিয়া বাদী হয়ে ৭ জনের নামে ও অজ্ঞাতনামা আরও কয়েক জনকে আসামি করে মামলা দায়ের করেন।

ওই মামলায় র‌্যাব বৃহস্পতিবার অভিযান চালিয়ে সাভারের বাইপাইল থেকে অভিযুক্ত কামাল হোসেন (৫২), তার স্ত্রী মোসা. জাহানারা (৪০), গাজীপুরের জয়দেবপুর থেকে তাদের ১৫ বছর বয়সী ছেলে ও কামালের শ্যালক মো. নাঈমকে (১৯) গ্রেপ্তার করা হয়।

মহিবুল ইসলাম খান বলেন, জমি নিয়ে বিরোধের ধরে হত্যাকাণ্ডটি ঘটে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যাকাণ্ডে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করে। এ ঘটনায় অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যহত আছে।

তিনি আরও বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল জোরদার করা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করতে থানায় হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে/এসএ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়